Home দুর্গাপার্বণ দুর্গোৎসব ২০২৪: ‘জ্বলন্ত শহর’ ঝরিয়ার কাহিনি তুলে ধরছে ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীন দুর্গোৎসব

দুর্গোৎসব ২০২৪: ‘জ্বলন্ত শহর’ ঝরিয়ার কাহিনি তুলে ধরছে ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীন দুর্গোৎসব

0
জ্বলন্ত খনি শহর ঝরিয়ার রূপ পাচ্ছে ট্যাংরা ঘোলপাড়ার মণ্ডপ।

বহু বছর ধরে মাটির নীচের আগুন জ্বলে চলেছে। এ বড়ো ‘আগুন খেকো’ শহর, বা বলা ভালো ‘জ্বলন্ত শহর’। পূর্ব ভারতের রাজ্য ঝাড়খণ্ড খনিজ সম্পদে সমৃদ্ধ। ঝাড়খণ্ডের ঝরিয়া নামক অঞ্চলে রয়েছে ১৯.৪ বিলিয়ন তথা ৯৪০ কোটি টন কোকিং কয়লার সঞ্চয়।

ভারতে কয়লার মজুত ভাণ্ডারের ক্ষেত্রে ঝরিয়া বৃহত্তম স্থান। কিন্তু এই কয়লার কারণে মাটির তলায় অবিরাম জ্বলে চলেছে আগুন। এখানকার জল ও বায়ু ভয়ংকরভাবে দূষিত। বহু জায়গা চলে গেছে মাটির গর্ভে। বহু বাসিন্দা প্রাণ হারিয়েছেন। বহু মানুষের জমিজায়গা আগুনের গ্রাসে পুড়ে খাক হয়ে গেছে। সেই জ্বলন্ত শহর ঝরিয়ার কাহিনিই এবার দুর্গাপুজোয় তুলে ধরছে পূর্ব কলকাতার ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তাদের এবারের থিম হল ‘জ্বলন্ত শহর’। শিল্পী কমলেন্দু সেনগুপ্ত।

পুজো কমিটির কর্তা সমীর ঘোষ জানান, ঝরিয়া অঞ্চলের বাসিন্দারা প্রতিদিন অত্যন্ত ঝুঁকির সঙ্গে বসবাস করেন। বহু মানুষ গ্রামকে ঘিরে থাকা খোলামুখ কয়লাখনি থেকে কয়লা চুরি করে। অবৈধভাবে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এখানকার ভয়ংকর দূষিত পরিবেশের মধ্যে বেড়ে উঠছে শিশুরা। এসব কয়লাখনি থেকে আগুনের লেলিহান শিখা অবিরাম বেরিয়ে আসছে। আগুনের গ্রাসে চলে যাচ্ছে বাড়িঘর, গাছপালা ও জমিজমা। ঝরিয়ার খনি অঞ্চলের আগুনের মধ্যেই কোনোরকমে বেঁচেবর্তে আছেন এলাকার সাড়ে ৪ লাখ বাসিন্দা। ভয়ংকর দূষিত পরিবেশেই তাঁরা কোনোরকমে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

durga tangra gholpara 2 30.09

সমীরবাবুর কথায়, “দেবী দুর্গার কাছে আমাদের সবার কাতর প্রার্থনা ঝরিয়ার সাধারণ বাসিন্দা ও শ্রমজীবী মানুষ যেন এমন দূষিত পরিবেশ থেকে মুক্তি পান। কবে সুস্থভাবে বাঁচতে পারবেন তাঁরা? কবে নিভবে মাটির নীচে অনবরত জ্বলতে থাকা আগুন? ঝরিয়ার খনি অঞ্চলের বাসিন্দারা সুস্থ ভাবে বাঁচার রসদ পেলে সেটাই হবে আমাদের কাছে সেরা পুরস্কার। আমাদের থিমের মাধ্যমে আমরা চাইছি প্রশাসন ও মানুষ একটুখানি হলেও ভাবুক ঝরিয়ার মানুষের কথা।”

কোথায় এই মণ্ডপ

ইএম বাইপাসে মাঠপুকুর স্টপেজ। উল্টোডাঙার দিক থেকে এলে সায়েন্স সিটির আগের স্টপেজ মাঠপুকুর মোড়ে এসে ডানদিক ধরে জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলের পাশ দিয়ে ধাপা রোড ধরে এগিয়ে চলুন। আর সায়েন্স সিটির দিক থেকে এলে মাঠপুকুর মোড়ে এসে বাঁদিকে ধাপা রোড ধরুন। বেশ খানিকটা যাওয়ার পর বাঁদিকে দেবেন্দ্র চন্দ্র দে রোড ধরুন। খানিকটা গিয়ে বাঁদিকে প্রভু রাম সরকার লেন। ওই রাস্তায় কিছুটা গেলেই ট্যাংরা ঘোলপাড়ার মণ্ডপ।  

আরও পড়ুন

দুর্গোৎসব ২০২৪: বারুইপুরের বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজোয় এবার তিলোত্তমার ছায়া

দুর্গোৎসব ২০২৪: ৫১’র মাধ্যমে জীবনের জয়গান গাওয়ার বার্তা দিচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দ

দুর্গোৎসব ২০২৪: এবার কোহিনূরের ইতিহাসে জ্বলজ্বল করবে বেলেঘাটা ৩৩ পল্লির মণ্ডপ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version