Home দুর্গাপার্বণ দুর্গোৎসব ২০২৪: ৫১’র মাধ্যমে জীবনের জয়গান গাওয়ার বার্তা দিচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন...

দুর্গোৎসব ২০২৪: ৫১’র মাধ্যমে জীবনের জয়গান গাওয়ার বার্তা দিচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দ

0
চলছে মণ্ডপসজ্জার কাজ।

দুগ্গামায়ের আসার খবরে আনন্দে মেতে উঠেছে আট থেকে আশির মন। প্রতি বছর নিত্য নতুন থিমে চমক লাগায় উত্তর কলকাতার কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দর পুজো। দুর্গাপুজোর ২২তম বর্ষে তাদের থিম ‘৫১ হোক জীবনের জয়গান’। শিল্পী রূপচাঁদ কুণ্ডু।

পুজোর কর্মকর্তা কার্তিক রায় জানান, “আমাদের পঞ্চভূতের মান শরীরে পঞ্চাশটি প্রধান অংশ, বাকি একটি অংশ যা গোপনে রয়েছে তা হল তৃতীয় নেত্র, তাকে জাগ্রত করতে হয়। দক্ষযজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন। ক্রুদ্ধ দেবাদিদেব মহাদেব সতীর দেহ নিয়ে তাণ্ডবনৃত্য শুরু করেন। ভগবান বিষ্ণু জগৎসংসারকে রক্ষার জন্য সুদর্শন চক্রের সাহায্যে সতীর দেহ ৫১টি টুকরো করে ফেলেন। সেই ৫১টি টুকরো যেখানে পড়েছে বলে মনে করা হয় তা আজ ৫১ সতীপীঠ হিসাবে বিখ্যাত। অন্যদিকে, একান্ন কথার অর্থ, এক + অন্ন = একান্ন অর্থাৎ এক হাঁড়িতে অনেকের জন্য অন্ন।”

durgapuja prafulla kanan 2 28.09

কার্তিকবাবুর কথায়, “একসময় একান্নবর্তী পরিবারে হাঁড়ি বা রান্নাঘর এক ছিল। পরবর্তীকালে সামাজিক ও অর্থনৈতিক কারণে একান্নবর্তী পরিবারগুলি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আমাদের কাছে ‘একান্ন কথা’ ৫১ সংখ্যা বিশেষ তাৎপর্যপূর্ণ। পঞ্চভূতের শরীর আর উন্নত মন নিয়ে এই প্রকৃতিতে সকলে একসাথে মিলেমিশে থাকাটাই জীবনের উৎসব বা প্রকৃত অর্থে মা দুর্গার উৎসব বলে আমরা মনে করি।”

ইট লোহা সিমেন্ট কংক্রিটের তৈরি মণ্ডপের মাধ্যমে সেই বার্তাই দিতে চাইছে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিমের পুজো।

কোথায় এই মণ্ডপ

উল্টোডাঙার মোড় থেকে নজরুল ইসলাম সরণি তথা ভিআইপি রোড ধরে এগিয়ে গেলে লেকটাউন, বাঙুরের পর কেষ্টপুর। ভিআইপি রোড পেরিয়ে প্রফুল্ল কানন রোড ধরে আধ কিমি মতো এগিয়ে গেলে বাঁদিকে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দের পুজোমণ্ডপ।

আরও পড়ুন

দুর্গোৎসব ২০২৪: এবার কোহিনূরের ইতিহাসে জ্বলজ্বল করবে বেলেঘাটা ৩৩ পল্লির মণ্ডপ

দুর্গোৎসব ২০২৪: ৭৫ বছরে ‘উমাকে পাড়ে’ নিয়ে আসার বার্তা দিচ্ছে ঢাকুরিয়া শহিদনগর সার্বজনীন

দুর্গোৎসব ২০২৪: ৮২ বছরে হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির থিম ‘শুদ্ধি’, দলিতদের অধিকার প্রতিষ্ঠার

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version