রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার এবং সিনিয়র ব্যাঙ্ক ম্যানেজার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৫৮। সারা দেশে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ৬৪৮২০-১,২০,৯৪০ টাকা।
কত শূন্যপদ? শিক্ষাগত যোগ্যতা কী?
চিফ ম্যানেজার পদে শূন্যপদ ২, বয়স হতে হবে ৩০-৪০ বছর। স্নাতক হতে হবে। মাসে বেতন মিলবে ১,০২,৩০০-১,২০,৯৪০ টাকা।
ম্যানেজার ট্রেড ফিনান্স অপারেশনস মোট শূন্যপদ ১৪। বয়স হতে হবে ২৪-৩৪ বছর। স্নাতক হতে হবে। মাসে বেতন মিলবে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা।
ম্যানেজার ফোরেক্স অ্যাকুইসিজন অ্যান্ড রিলেশনশিপ পদে শূন্যপদ ৩৭। বয়স হতে হবে ২৬-৩৬ বছর। স্নাতক হতে হবে। মাসে বেতন মিলবে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা। সিনিয়র ম্যানেজার পদে শূন্যপদ ৫। বয়স হতে হবে ২৯-৩৯ বছর। স্নাতক হতে হবে। এমবিএ ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। মাসে বেতন মিলবে ৮৫,৯২০-১,০৫,২৮০ টাকা। ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের বয়সে ১৩ বছর আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম তপশিলি ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের বয়সে ১৫ বছর ছাড় মিলবে।
কীভাবে করবেন আবেদন
৯ অক্টোবরের মধ্যে অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট bankofbaroda.in এর মাধ্যমে আবেদন করতে হবে। তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম, মহিলা চাকরিপ্রার্থীদের ১৭৫ টাকা এবং জেনারেল, ওবিসি আর আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ৮৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।