Home শিক্ষা ও কেরিয়ার উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।

OMR Sheet WBCHSE,

ঠেলার নাম বাবাজি। এসএসসি-র নিয়োগে দুর্নীতি নিয়ে যে ভাবে জলঘোলা হয়েছে, তা এড়াতে বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ । প্রাথমিক টেট এবং এসএসসি-র ধাঁচে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদেরও ওএমআর শিট প্রকাশ করা হবে। জানা গিয়েছে, প্রথম সেমেস্টারের ফল অনলাইনে প্রকাশের ৭২ ঘণ্টা পর থেকে ওএমআর শিট দেখা যাবে

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, প্রযুক্তিগত বেশ কিছু সমস্যা কাটিয়ে ওঠার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, “পরীক্ষার্থীরা যাতে নিজের দেওয়া উত্তর মিলিয়ে দেখতে পারে, সেই সুযোগ করে দিতেই ওএমআর শিট প্রকাশ করা হবে। এতে পরীক্ষার স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনই পরীক্ষার্থীদেরও আস্থা বাড়বে।”

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে প্রতিষ্ঠানের লগইন আইডি থেকে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীদের ওএমআর শিট। পরে তা সফট কপি আকারে বা প্রিন্ট আউট করে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়া হবে। সংসদ সূত্রে খবর, রাজ্যের প্রায় ৭,০০০ স্কুলে পিডিএফ ফরম্যাটে পাঠানো হবে ডেটা

একসঙ্গে ৬টি পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করবে সংসদ। এর ফলে পরীক্ষার্থীরা নিজের উত্তর ও ফলাফলের মধ্যে মিল খুঁজে পাবে। শিক্ষা মহলের মতে, এই পদক্ষেপে পরীক্ষার প্রক্রিয়া আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে এবং অভিযোগ কমবে।

আরও পড়ুন: এসএসসি নিয়োগে ৩৫,৭২৬ শূন্যপদ প্রকাশ, নবম-দশমে ২৩,২১২ ও একাদশ-দ্বাদশে ১২,৫১৪

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version