Home শিক্ষা ও কেরিয়ার জেইই র‍্যাঙ্ক ছাড়াও ভর্তি হতে পারবেন আইআইটি খড়গপুরে! আসছে নতুন ভর্তি পদ্ধতি

জেইই র‍্যাঙ্ক ছাড়াও ভর্তি হতে পারবেন আইআইটি খড়গপুরে! আসছে নতুন ভর্তি পদ্ধতি

আইআইটি খড়গপুরে আর শুধুমাত্র জেইই র‍্যাঙ্ক নয়, এবার আসছে নতুন ভর্তি পদ্ধতি। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হতে পারে ‘স্পোর্টস এক্সেলেন্স’ ও ‘সায়েন্স অলিম্পিয়াড এক্সেলেন্স’ ভর্তি ব্যবস্থা।

IIT Kharagpur
ছবি ফেসবুক থেকে নেওয়া

খবর অনলাইন ডেস্ক: দেশের অন্যতম সেরা প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) এবার পরিবর্তন আসতে চলেছে ভর্তি প্রক্রিয়ায়। আর শুধুমাত্র জেইই অ্যাডভান্সড (JEE Advanced) র‍্যাঙ্কের উপর নির্ভর করতে হবে না ছাত্রছাত্রীদের। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হতে পারে বিকল্প ভর্তি পদ্ধতি (Alternative Admission Pathways) — এমনটাই জানালেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী।

ডিরেক্টর জানান, “সেনেট মূলত অনুমোদন দিয়েছে যে, আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা জেইই অ্যাডভান্সড ছাড়াও বিকল্প পথে ভর্তি নেব। অবশ্যই মূল ভর্তি পদ্ধতি আগের মতোই থাকবে। আমরা বর্তমানে বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখছি, যেমন — স্পোর্টস এক্সেলেন্স অ্যাডমিশন (SEA) এবং সায়েন্স অলিম্পিয়াড এক্সেলেন্স অ্যাডমিশন (SCOPE)।”

তবে একটি শর্ত থাকছে — ছাত্রছাত্রীদের অবশ্যই জেইই অ্যাডভান্সড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তা সে সাধারণ মেধাতালিকা হোক বা শ্রেণিভিত্তিক তালিকায়।

সুমন চক্রবর্তী বলেন, “জেইই গুরুত্বপূর্ণ, তবে শুধু র‍্যাঙ্কই ছাত্রের যোগ্যতা নির্ধারণ করে না। অনেক প্রতিভাবান তরুণ-তরুণী রয়েছেন, যাঁরা হয়তো জেইই-তে শীর্ষ র‍্যাঙ্ক না পেলেও অসাধারণ দক্ষতা রাখেন। এই নতুন পথ তাঁদেরও সুযোগ দেবে আইআইটি-তে পড়ার।”

এই উদ্যোগের মূল লক্ষ্য, ভর্তি প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক (inclusive) করা এবং বিভিন্ন পটভূমির ছাত্রছাত্রীদের আকৃষ্ট করা। ইতিমধ্যেই আইআইটি মাদ্রাজ, আইআইটি কানপুর, আইআইটি বোম্বে, আইআইটি গান্ধীনগর এবং আইআইটি ইন্দোর-এর মতো প্রতিষ্ঠানগুলো অলিম্পিয়াড ও খেলাধুলায় কৃতিত্বের ভিত্তিতে ভর্তি ব্যবস্থা চালু করেছে।

আইআইটি খড়গপুর সূত্রে জানা গেছে, প্রতিটি বিভাগ থেকে প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে, যারা ভর্তি প্রক্রিয়ার নীতিমালা ও বাস্তবায়ন দেখবে। ইতিমধ্যেই অন্যান্য আইআইটির অভিজ্ঞতা পর্যালোচনা শুরু হয়েছে।

ক্যাম্পাস সূত্রে খবর, যোগ্য অলিম্পিয়াড প্রতিযোগিতার মধ্যে থাকবে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইনফরমেটিক্স অলিম্পিয়াড। এ ছাড়াও প্রস্তাব দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ছাত্রদের জন্য বিশেষ অতিরিক্ত আসন (supernumerary seats) রাখা হবে।

স্পোর্টস কোটা নিয়েও বিস্তারিত প্রস্তাব এসেছে। যোগ্য প্রার্থী হতে হলে গত চার বছরে অন্তত একটি পদক থাকতে হবে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায়। প্রস্তাবিত টুর্নামেন্টগুলির মধ্যে রয়েছে — ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, অলিম্পিক্স, কমনওয়েলথ গেমস, এসএএফ গেমস, সিনিয়র ন্যাশনাল, ফেডারেশন কাপ, ইন্টার-ইউনিভার্সিটি এবং খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস।সব মিলিয়ে, এই নতুন উদ্যোগ আইআইটি খড়গপুরের ভর্তি ব্যবস্থায় নতুন দিশা এনে দেবে বলে মনে করা হচ্ছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version