উত্তরবঙ্গের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। মোট ১০টি শূন্যপদে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। আগামী ২৮ নভেম্বর মালদহ ইংরেজবাজারের সিংহতলায় অবস্থিত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষের দফতরে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
নির্দিষ্ট দিনে প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনপঞ্জি, সেলফ অ্যাটেস্টেড নথিপত্র ও প্রয়োজনীয় মূল কাগজপত্র নিয়ে সাক্ষাৎকারস্থলে হাজির হতে হবে। কোনও প্রকার লিখিত পরীক্ষা হবে না; সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
যোগ্যতা
চাকরিপ্রার্থীদের বয়স ১ জানুয়ারির নিরিখে ৪৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি বাধ্যতামূলক। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, ডিপ্লোমা বা ডিএনবি থাকলে তবেই আবেদনযোগ্য।
ফি
এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো আবেদনমূল্য দিতে হবে না।
রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই চাকরিপ্রার্থীদের মধ্যে এই বিজ্ঞপ্তি নিয়ে উৎসাহ দেখা গেছে।
