Home শিক্ষা ও কেরিয়ার ভারতীয় রেলে ২২ হাজার শূন্যপদে নিয়োগ, অনলাইনে আবেদন শুরু— বিস্তারিত জানুন

ভারতীয় রেলে ২২ হাজার শূন্যপদে নিয়োগ, অনলাইনে আবেদন শুরু— বিস্তারিত জানুন

ভারতীয় রেলে ২২ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। অনলাইনে আবেদন, ফি নেই— জেনে নিন পদ, যোগ্যতা ও শেষ তারিখ।

0

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। সারা দেশে প্রায় ২২ হাজার শূন্যপদে সহকারী নিয়োগ করতে চলেছে Indian Railways। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Railway Recruitment Board (আরআরবি)। যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in মারফত। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি

চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন সহকারী পদে বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য—

  • অ্যাসিসট্যান্ট ট্র্যাক মেশিন: ৬০০
  • অ্যাসিসট্যান্ট ব্রিজ: ৬০০
  • ট্র্যাক মেন্টেনার গ্রুপ–৪: ১১,০০০
  • অ্যাসিসট্যান্ট পি–ওয়ে: ৩০০
  • অ্যাসিসট্যান্ট টিআরডি: ৮০০
  • অ্যাসিসট্যান্ট লোকোশেড (ইলেকট্রিক্যাল): ২০০
  • অ্যাসিসট্যান্ট অপারেশনস (ইলেকট্রিক্যাল): ৫০০
  • অ্যাসিসট্যান্ট টিএল অ্যান্ড এসি: ৫০০
  • অ্যাসিসট্যান্ট সি অ্যান্ড ডব্লিউ: ১,০০০
  • পয়েন্টসম্যান বি: ৫,০০০
  • অ্যাসিসট্যান্ট এস অ্যান্ড টি: ১,৫০০

এই সব মিলিয়ে মোট শূন্যপদ প্রায় ২২ হাজার। আবেদনকারীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। এই নিয়োগে কোনও আবেদনমূল্য লাগবে না। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। উল্লেখযোগ্য ভাবে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরও কয়েকটি পদে নিয়োগের প্রক্রিয়াও চালু করেছে। এই ক্ষেত্রে আবেদন করতে হবে ২৯ জানুয়ারির মধ্যে। পশ্চিমবঙ্গের প্রার্থীরা কলকাতা, মালদহ ও শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩০ ডিসেম্বর, চলবে ২৯ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এই নিয়োগে আধার কার্ড দিয়ে অনলাইন ভেরিফিকেশন বাধ্যতামূলক। আধার কার্ডে থাকা নাম ও জন্মতারিখের সঙ্গে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার শংসাপত্রের তথ্য মিললেই ভেরিফিকেশন সম্পূর্ণ হবে।

বিভিন্ন পদের মধ্যে রয়েছে—

  • সিনিয়র পাবলিসিটি ইনস্পেক্টর: শূন্যপদ ১৫, বয়স ১৮–৩৩ বছর, বেতন ৩৫,৪০০ টাকা
  • ল্যাব অ্যাসিসট্যান্ট গ্রুপ–৩ (কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট): শূন্যপদ ৩৯, বয়স ১৮–৩০ বছর, বেতন ১৯,৯০০ টাকা
  • চিফ ল অ্যাসিসট্যান্ট: শূন্যপদ ২২, বয়স ১৮–৪০ বছর, বেতন ৪৪,৯০০ টাকা
  • জুনিয়র ট্রান্সলেটর (হিন্দি): শূন্যপদ ২০২, বয়স ১৮–৩৩ বছর, বেতন ৩৫,৪০০ টাকা
  • স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেকটর: শূন্যপদ ২৪, বয়স ১৮–৩৩ বছর, বেতন ৩৫,৪০০ টাকা
  • পাবলিক প্রসিকিউটর: শূন্যপদ ৭, বয়স ১৮–৩২ বছর, বেতন ৪৪,৯০০ টাকা
  • সায়েন্টিফিক অ্যাসিসট্যান্ট (ট্রেনিং): শূন্যপদ ২, বয়স ১৮–৩৫ বছর, বেতন ৩৫,৪০০ টাকা

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এই একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট ওয়েবসাইটে ঢুকে বিজ্ঞপ্তি ভালো করে পড়ে আবেদন করার পরামর্শ দিচ্ছেন কর্তৃপক্ষ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version