Home শিক্ষা ও কেরিয়ার মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

0

রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উত্তরবঙ্গের জেলা মালদহর স্বাস্থ্য বিভাগ জাতীয় স্বাস্থ্য মিশনের প্রকল্পর কাজে বিভিন্ন শূন্যপদে মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করবে। মোট শূন্যপদ ২৪। ১৯ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট (www.wbhealth.gov.in/ online recruitment) মারফত। শুধু অনলাইনে আবেদন গ্রাহ্য। জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের জন্য ১০০ টাকা আর অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদনমূল্য লাগবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মেডিক্যাল অফিসার মেডিসিন পদে শূন্যপদ ৪, সপ্তাহে ৩ দিন পার্ট টাইম বেসিসে কাজ করতে হবে। দৈনিক ৩ হাজার টাকা ভাতা মিলবে। বয়স হতে হবে ২১-৬৭ বছরের মধ্যে। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিএনবি থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল দ্বারা রেজিষ্ট্রেশন থাকতে হবে।

মেডিক্যাল অফিসার শিশুরোগ বিশেষজ্ঞ পদে শূন্যপদ ৪। সপ্তাহে ৩ দিন পার্ট টাইম বেসিসে কাজ করতে হবে। দৈনিক ৩ হাজার টাকা ভাতা মিলবে। বয়স হতে হবে ২১-৬৭ বছরের মধ্যে। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। শিশুরোগ বিষয় স্নাতকোত্তর ডিগ্রি বা ডিএনবি থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল দ্বারা রেজিষ্ট্রেশন থাকতে হবে। মেডিক্যাল অফিসার স্ত্রীরোগ বিশেষজ্ঞ পদে শূন্যপদ ৪। সপ্তাহে ৩ দিন পার্ট টাইম বেসিসে কাজ করতে হবে। দৈনিক ৩ হাজার টাকা ভাতা মিলবে। বয়স হতে হবে ২১-৬৭ বছরের মধ্যে। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। স্ত্রীরোগ বিষয় স্নাতকোত্তর ডিগ্রি বা ডিএনবি থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল দ্বারা রেজিষ্ট্রেশন থাকতে হবে।

মেডিক্যাল অফিসার অপথ্যালমোলজিস্ট পদে শূন্যপদ ৪। সপ্তাহে ৩ দিন পার্ট টাইম বেসিসে কাজ করতে হবে। দৈনিক ৩ হাজার টাকা ভাতা মিলবে। বয়স হতে হবে ২১-৬৭ বছরের মধ্যে। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। অপথ্যালমোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা বা ডিএনবি থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল দ্বারা রেজিষ্ট্রেশন থাকতে হবে।
ব্লক পাবলিক হেল্থ ম্যানেজার পদে শূন্যপদ ৬। মাসে ৩৫ হাজার টাকা করে বেতন মিলবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। জীববিদ্যায় বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। এমএস অফিসে জ্ঞান থাকতে হবে।

টিবিএইচভি, এনটিইপি পদে শূন্যপদ ১। মাসে বেতন মিলবে ১৮ হাজার টাকা করে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। বিজ্ঞান শাখায় স্নাতক হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আরএমএনসিএইচ+এ কাউন্সেলর পদে শূন্যপদ ১। মাসে বেতন মিলবে ২০ হাজার টাকা করে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমাজবিদ্যায় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কথাবার্তায় চৌকস হতে হবে। এমএস অফিস বিষয় জ্ঞান থাকতে হবে। স্থানীয় ভাষায় লেখা ও কথাবার্তার দক্ষতা থাকতে হবে। স্বাস্থ্য বিভাগে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাছাই করা চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা/কম্পিউটার টেস্ট/ইন্টারভিউয়ে ডাকা হবে। অফলাইনে আবেদনপত্রর হার্ড কপি বা অনলাইনে জমা দেওয়া আবেদনপত্রর প্রিন্ট আউট সরাসরি ডাকযোগে পাঠাতে হবে না।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version