Home শিক্ষা ও কেরিয়ার জয়েন্ট এন্ট্রান্স মেইন ২০২৫: আধার প্রমাণীকরণ নিয়ে এনটিএ-এর নতুন নির্দেশিকা, জানুন কী...

জয়েন্ট এন্ট্রান্স মেইন ২০২৫: আধার প্রমাণীকরণ নিয়ে এনটিএ-এর নতুন নির্দেশিকা, জানুন কী ভাবে কাজটি করবেন

0

হেডিং: জেইই

Slug:

Tags: #JEEMain2025 #NTA #AadhaarAuthentication #JEEMainGuide

জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) সম্প্রতি জেইই মেইন ২০২৫ পরীক্ষার্থীদের জন্য একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। বর্তমানে জেইই মেইন ২০২৫-এর জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, যেখানে আবেদনকারীদের আধার প্রমাণীকরণ সম্পন্ন করতে হবে।

তবে অনেক পরীক্ষার্থী নিজের নামের বিভ্রান্তির কারণে আধার প্রমাণীকরণে সমস্যা সম্মুখীন হচ্ছেন, বিশেষ করে ক্লাস ১০ এবং আধার কার্ডের নামের মধ্যে পার্থক্য থাকলে। এই সমস্যা এড়াতে এবং প্রক্রিয়াটি আরও সহজ করতে, এনটিএ কিছু নতুন নির্দেশিকা প্রকাশ করেছে।

জেইই মেইন ২০২৫ আবেদন ফর্ম: আধার প্রমাণীকরণে সমস্যার সমাধান কীভাবে করবেন?

যদি কোনও পরীক্ষার্থী ‘confirm name as per Aadhar’ অপশন সিলেক্ট করার পর একটি পপ-আপ নোটিফিকেশন পান, তাহলে সেই পপ-আপটি বন্ধ করতে হবে। এরপর একটি নতুন উইন্ডো খুলবে, যেখানে আবেদনকারীকে নিজের আধার কার্ডে যেভাবে নাম রয়েছে ঠিক সেইভাবে নামটি প্রবেশ করাতে হবে। এই প্রক্রিয়ার সময়, সার্টিফিকেট এবং আধার কার্ডে থাকা নাম উভয়ই রাখা হবে, যা পরীক্ষার্থীকে আবেদনপত্র সম্পূর্ণ করতে সহায়তা করবে।

জেইই মেইন ২০২৫ কবে অনুষ্ঠিত হবে?

জানুয়ারি ২২ থেকে জানুয়ারি ৩১ পর্যন্ত প্রথম সেশনের জন্য জেইই মেইন ২০২৫ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য প্রবেশপত্র পরীক্ষার তিন দিন আগে প্রদান করা হবে। এই পরীক্ষা ১৩টি ভাষায় পরিচালিত হবে: ইংরাজি, হিন্দি, অসমীয়া, বাংলা, গুজরাতি, কন্নড়, মালায়ালম, মরাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলগু এবং উর্দু। পরীক্ষার্থীরা তাঁদের আবেদনপত্র ২২ নভেম্বর রাত ১১.৫০ টা পর্যন্ত জমা দিতে পারবেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version