Home শিক্ষা ও কেরিয়ার সফরে আতঙ্ক! প্রযুক্তিগত ত্রুটি সামাল দিতে দেশজুড়ে ৬,৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত...

সফরে আতঙ্ক! প্রযুক্তিগত ত্রুটি সামাল দিতে দেশজুড়ে ৬,৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত রেলের

railway-to-recruit-6374-technicians

আহমেদাবাদের সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পর থেকেই রেল সফর নিয়েও আতঙ্ক ছড়িয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে। একের পর এক প্রযুক্তিগত ত্রুটি এবং যান্ত্রিক বিভ্রাটের ঘটনা ঘিরে আশঙ্কা, ট্রেন যাত্রাও কি এবার ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে?

এই পরিস্থিতিতে দেশজুড়ে রেল নিরাপত্তা ও প্রযুক্তিগত নির্ভরতা বাড়াতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রেলমন্ত্রক। রেল সূত্রে জানা গিয়েছে, সমস্ত জোন, ডিভিশন এবং উৎপাদন ইউনিট মিলিয়ে সারা দেশে প্রায় ৬,৩৭৪টি প্রযুক্তিবিদের পদ খালি রয়েছে। সেই সব শূন্যপদ পূরণের জন্য খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করতে চলেছে RRB (Railway Recruitment Board)।

রেলবোর্ডের এক উচ্চপদস্থ সূত্র জানায়, ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে। শেষবার এই টেকনিক্যাল ক্যাটিগরিতে নিয়োগ হয়েছিল ২০১৭ সালে, তাও মূলত সিগন্যাল অ্যান্ড টেলিকম বিভাগে। এবারও নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে সেই এস-অ্যান্ড-টি ডিপার্টমেন্টই। কারণ, ১৬০ কিলোমিটার বেগে ট্রেন চালানোর জন্য নতুন প্রযুক্তি ও সিগন্যালিং ব্যবস্থার প্রয়োজন, যেটি শুধুমাত্র কনট্র্যাক্ট কর্মীদের মাধ্যমে সামাল দেওয়া সম্ভব নয়।

বর্তমানে রেলে চালু হয়েছে ‘কবচ’-এর মতো অত্যাধুনিক সুরক্ষা প্রযুক্তি। অথচ তা চালু রাখতে প্রয়োজন পর্যাপ্ত প্রশিক্ষিত প্রযুক্তিবিদ। আর তাই প্রায় আট বছর পর ফের বড়সড় নিয়োগের পথে হাঁটছে রেল।

অবশ্য এ নিয়ে এখনও পর্যন্ত রেলমন্ত্রকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে সরকারি সূত্রের খবর, জুলাইয়ের মধ্যেই RRB-এর তরফে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। নিয়োগ হবে ৫১টি টেকনিক্যাল ক্যাটিগরিতে। চাকরি প্রত্যাশীদের মধ্যে ইতিমধ্যেই চরম আগ্রহ তৈরি হয়েছে এই ঘোষণা ঘিরে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version