Home শিক্ষা ও কেরিয়ার স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ করতে চালু অভিন্ন পোর্টাল

স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ করতে চালু অভিন্ন পোর্টাল

স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ করতে চালু অভিন্ন পোর্টাল
স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ করতে চালু অভিন্ন পোর্টাল

অবশেষে চালু হল বহু প্রতীক্ষিত স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ার অভিন্ন পদ্ধতি। দীর্ঘদিনের সমস্যা এবং অভিযোগের পর চলতি বছর থেকে রাজ্যের স্নাতক স্তরের পড়ুয়ারাও অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বুধবার একটি সাংবাদিক বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পোর্টালটি আনুষ্ঠানিক ভাবে চালু করেন।

শিক্ষামন্ত্রী বলেন, “স্নাতক স্তরে ভর্তি হওয়ার ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ মিলেছে, তাই বিভিন্ন কলেজে শূন্য আসন থেকে গিয়েছে। সেই সমস্ত বিষয় মাথায় রেখে স্বচ্ছ ভাবে পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা লক্ষ্যেই এই ‘সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল’ চালু করা হল। এর মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে।”

আবেদনের শর্তাবলি:

এই ভর্তি প্রক্রিয়ায় পড়ুয়ারা সর্বোচ্চ ২৫টি কোর্সে একই সঙ্গে আবেদন জানাতে পারবেন।

পড়ুয়ারা ৭,২১৭টি কোর্সের মধ্যে থেকে একাধিক বিষয় এ ক্ষেত্রে বেছে নিতে পারবেন।

বিষয় ‘আপগ্রেড’ করার বিকল্প পদ্ধতির পরিকাঠামো চালু করা হবে।

২৪ জুন থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।

৭ জুলাই আবেদন গ্রহণের শেষ দিন।

১২ জুলাই প্রথম দফার মেধাতালিকা প্রকাশ করা হবে।

১৮ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

৭ অগাস্ট থেকে শুরু হবে ক্লাস।

দ্বিতীয় দফায় মপ আপ রাউন্ডে মেধা তালিকা প্রকাশ হবে ৮ অগাস্ট।

এর জন্য আলাদা করে কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না।

ভর্তি হওয়ার জন্য অনলাইন মাধ্যমেই টাকা জমা দিতে হবে।

আরও পড়ুন। ‘০.০০০১ শতাংশ গাফিলতি থাকলেও…’ নিট নিয়ে এনটিএ, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নতুন পদ্ধতিতে প্রথমে পছন্দের কলেজে আবেদন জানাতে না পারলে পরবর্তী কালে পড়ুয়ারা নিজের পছন্দের কলেজে সহজেই ভর্তি হতে পারবেন। সে ক্ষেত্রে পূর্বে ভর্তি হয়ে যাওয়া কলেজের ফি নতুন কলেজে ভর্তি হওয়ার সময় ব্যবহার করতে পারবেন। তবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, সংখ্যালঘু কলেজ-সহ স্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হওয়ার পর রাজ্য সরকার অধীনস্থ প্রতিষ্ঠানের ভর্তি হওয়ার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।

অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু হওয়ার পরেও কলেজগুলিকে শূন্য আসন ভর্তি করার দায়িত্ব পালন করতে হবে। কেন্দ্রীয় পোর্টালটি পরিচালনা করবে রাজ্যের উচ্চ শিক্ষা সংসদ। এই মর্মে সমস্ত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকও করা হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে প্রশিক্ষণমূলক ভিডিয়োর মাধ্যমে পড়ুয়ারা সহজেই ভর্তির আবেদন জানাতে পারবেন। এর জন্য সরকারের তরফে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। পড়ুয়ারা ১৮০০১০২৮০১৪ নম্বরে ফোন করে কিংবা নির্দিষ্ট ইমেল আইডিতে মেল করে সমস্ত বিষয় জেনে নিতে পারবেন।

এই নতুন পদ্ধতির মাধ্যমে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version