রাজ্য বিদ্যুৎ পর্ষদ বা দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে (ডব্লিউবিপিডিসিএল) ৮৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।
অ্যাসিসট্যান্ট মাইনস ম্যানেজার, ওয়েলফেয়ার অফিসার, কোলিয়ারি ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল) ও সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদন নেওয়া। ১৩ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট (www.wbpdcl.co.in) মারফত। ৩ বছরের চুক্তিভিত্তিক চাকরি।
অ্যাসিসট্যান্ট মাইনস ম্যানেজার পদে ৪৬টি শূন্যপদ, মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা আর প্রথম বা দ্বিতীয় শ্রেণিতে ম্যানেজার সার্টিফিকেট, ১-১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ওয়েলফেয়ার অফিসার পদে শূন্যপদ ১, স্নাতক হতে হবে, ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট/ডিপ্লোমা/এমবিএ/এমএসডব্লিউ, সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোলিয়ারি ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ ১৪, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে এবং ১-১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদে শূন্যপদ ১০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে শূন্যপদ ২, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা আর ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সার্ভেয়ার পদে ১০টি শূন্যপদ রয়েছে। মাইনিং সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। ডিজিএমএস সার্ভেয়ার সার্টিফিকেট থাকতে হবে। ১-৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর, পশ্চিমবঙ্গের ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, পশ্চিমবঙ্গের শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর ছাড় মিলবে। আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ও বিদ্যুৎ পর্ষদের কর্মচারীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।