Home শিক্ষা ও কেরিয়ার রাজ্য সরকারি সংস্থায় বহু শূন্যপদে নিয়োগ, কী ভাবে করবেন আবেদন

রাজ্য সরকারি সংস্থায় বহু শূন্যপদে নিয়োগ, কী ভাবে করবেন আবেদন

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে (WBPDCL) ৮৩টি শূন্যপদে নিয়োগ। অ্যাসিসট্যান্ট মাইনস ম্যানেজার, ওয়েলফেয়ার অফিসার, কোলিয়ারি ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার ও সার্ভেয়ার পদে আবেদন চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

0
WBPDCL Recruitment

রাজ্য বিদ্যুৎ পর্ষদ বা দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে (ডব্লিউবিপিডিসিএল) ৮৩টি শূন্যপদে নিয়োগ করা হবে। 

অ্যাসিসট্যান্ট মাইনস ম্যানেজার, ওয়েলফেয়ার অফিসার, কোলিয়ারি ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল) ও সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদন নেওয়া। ১৩ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট (www.wbpdcl.co.in) মারফত। ৩ বছরের চুক্তিভিত্তিক চাকরি। 

অ্যাসিসট্যান্ট মাইনস ম্যানেজার পদে ৪৬টি শূন্যপদ, মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা আর প্রথম বা দ্বিতীয় শ্রেণিতে ম্যানেজার সার্টিফিকেট, ১-১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

ওয়েলফেয়ার অফিসার পদে শূন্যপদ ১, স্নাতক হতে হবে, ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট/ডিপ্লোমা/এমবিএ/এমএসডব্লিউ, সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোলিয়ারি ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ ১৪, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে এবং ১-১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদে শূন্যপদ ১০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে শূন্যপদ ২, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা আর ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

সার্ভেয়ার পদে ১০টি শূন্যপদ রয়েছে। মাইনিং সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। ডিজিএমএস সার্ভেয়ার সার্টিফিকেট থাকতে হবে। ১-৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর, পশ্চিমবঙ্গের ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, পশ্চিমবঙ্গের শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর ছাড় মিলবে। আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ও বিদ্যুৎ পর্ষদের কর্মচারীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version