নিউ ইয়র্কের ঝলমলে অনুষ্ঠান মেটগালা। একটি প্রথম সারির ফ্যাশন-পত্রিকার সম্পাদক এই অনুষ্ঠানের দায়িত্বে থাকেন। নিমন্ত্রিতদের তালিকায় জায়গা পান প্রথম সারির তারকা। ২০২৩-এর মেট গালায় প্রথম বার ডাক পেয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। প্রথমবারেই সবার নজর কেড়ে নিলেন তিনি।
আলিয়া ভাট প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন মেট গালায়। প্রথম দর্শনেই মুগ্ধ করলেন ভক্তদের। আলিয়া অবশ্য পোশাক নির্বাচনের বেলায় খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার মধ্যে যাননি। বরং নিজের সাজপোশাকে রেখেছেন স্নিগ্ধ ভাব। আর লোকজনের সমীহ আদায়ের দিকটাও খেয়াল রেখেছেন যত্নের সঙ্গে।
মেট গালার লাল গালিচায় আলিয়া হাজির হলেন সাদা পোশাকে। আলিয়ার সাজ নজর কেড়েছে প্রায় প্রত্যেকের। আলিয়ার পোশাক জুড়ে মুক্তোর কারুকাজ। ১ লক্ষ মুক্তো গাঁথা ছিল আলিয়ার পোশাকে। হাতে মুক্তোর আংটি, কানে মুক্তোর দুল। আলিয়ার পোশাকের নকশা করেছেন ভারতীয় ডিজাইনার প্রবাল গুরুং।
এই বছরের মেট গালার থিম উৎসর্গ করা হয়েছে জার্মানের প্রয়াত ফ্যাশন ডিজাইনার কার্ল লেগারফিল্ডের নামে।
আলিয়া সামাজিক মাধ্যমে নিজের ছবি শেয়ার করে লিখেছেন ‘আমি বরাবরই আইকনিক শ্যানেলের কনেদের দেখে মুগ্ধ হয়েছি। তাদের সাজে দিনের পর দিন কার্ল লেগারফিল্ডের সৃষ্টি উজ্জব্ল হয়ে উঠেছে। আমার প্রথম মেট গালার সাজের অনুপ্রেরণা নিয়েছি সুপারমডেল ক্লডিয়া শিফারের ১৯৯২ সালের শ্যানেল ব্রাইডাল সাজ থেকে।‘
তবে এই বছর মেট গালায় আলিয়া প্রথমবার আমন্ত্রণ পেয়ে তাঁকে কটাক্ষের স্বীকার হতে হল। করণের হাত ধরেই বলিউডে পা রাখেন আলিয়া ভাট। এমনকী, আলিয়া ও রণবীরের প্রেমের শুরু করণের হাত ধরেই। আলিয়ার বিয়ের সময় করণ আলিয়াকে নিজের মেয়ে ও রণবীরকে জামাই হিসেবে সম্বোধন করেছিলেন। তাই আলিয়ার প্রতি যে করণের আলাদা স্নেহ রয়েছে তা সবাই জানে। আর এই নিয়েই যত তর্ক নেটদুনিয়ায়।
নেটিজেনদের একাংশ বলছে,মেট গালায় আলিয়ার হাজিরার নেপথ্যে রয়েছেন করণ। করণের চেনাশোনা লোকের মাধ্যমেই মেট গালায় উপস্থিত হয়েছিলেন আলিয়া।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন