খবর অনলাইন ডেস্ক: ২৬/১১ শহিদদের স্মরণে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে কণ্ঠ দিয়ে বলিউডের মহানায়ক অমিতাভ বচ্চন মুম্বইয়ের ভয়াবহ ২৬/১১ সন্ত্রাসী হামলার ১৭ বছর পূর্তিতে শহিদ ও ভুক্তভোগীদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করলেন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের স্ত্রী অমৃতা ফডণবীস এই চলচ্চিত্রটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।
গেটওয়ে অফ ইন্ডিয়ায় আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স’-এ প্রদর্শিত এই চলচ্চিত্রটি দর্শকদের আবেগে আপ্লুত করে। অমিতাভের বর্ণনায় ফুটে ওঠে কীভাবে ২০০৮ সালের ভয়াল হামলা মুম্বই বা ভারতের মনোবল নষ্ট করতে পারেনি। অমৃতা ফডণবীস ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “২৬/১১ শহিদ পরিবার এবং পহেলগাম হামলার ভুক্তভোগীদের প্রতি শ্রদ্ধা। ভিডিওটি দর্শকদের মনে গভীর দাগ কেটেছে।”
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান-সমর্থিত লস্কর-এ-ত্যায়বার দশজন জঙ্গি সমুদ্রপথে মুম্বইয়ে প্রবেশ করে টানা প্রায় ৬০ ঘণ্টা ধরে শহরের বিভিন্ন স্থানে হামলা চালায়। এতে ১৬৬ জন নিহত এবং প্রায় ৩০০ মানুষ আহত হন। নয়জন জঙ্গি নিরাপত্তাবাহিনীর হাতে নিহত হয়। একমাত্র জীবিত ধৃত জঙ্গি অজমল কসাবকে ২০১০ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা ২০১২ সালে কার্যকর করা হয়।
বলিউডও এই দিনটিকে স্মরণে রেখেছে বিশেষ বার্তায়। অক্ষয় কুমার এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, “কখনও ক্ষমা নয়, কখনও ভুলে যাওয়া নয়। জয় হিন্দ।”
মুম্বই পুলিশ ২৬/১১ স্মরণে যে পোস্ট করেছে, তা নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন বীর পাহাড়িয়া, জোয়া আখতার ও অক্ষয় ওবেরয়। অভিনেতা বিক্রান্ত ম্যাসি সম্মান জানিয়ে ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।
অভিনেত্রী ঈশা কোপ্পিকরও গভীর শোক প্রকাশ করে লিখেছেন, “২৬/১১ এবং পহেলগামের শহিদদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। তাঁদের সাহস ও ত্যাগ আমাদের প্রতিদিন আরও ভালো মানুষ ও ভালো ভারতীয় হতে শেখায়। কিছু বীর ইউনিফর্মে থাকেন… ইতিহাস তাঁদের কখনও ভুলে যায় না।”
ভারত যখন ইতিহাসের এই ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণহারানো মানুষদের স্মরণ করছে, তখন অমিতাভ বচ্চনের কণ্ঠে নির্মিত এই চলচ্চিত্র নতুন করে মনে করিয়ে দিল—দেশ তার শহিদদের কখনও ভুলে যায় না।
