Home বিনোদন ফের একসাথে স্ক্রিনশেয়ার করছেন অমিতাভ-শাহরুখ, কোন ছবির জন্য জুটি বাঁধছেন ২ সুপারস্টার?

ফের একসাথে স্ক্রিনশেয়ার করছেন অমিতাভ-শাহরুখ, কোন ছবির জন্য জুটি বাঁধছেন ২ সুপারস্টার?

ফের এক ছবিতে, একসঙ্গে কাজ করতে চলেছেন বলিউডের দুই কিং। 'মহব্বতে', 'কভি খুশি কভি গম', 'বীর-জারা' সহ একাধিক ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তাঁরা।

0

ফের এক ছবিতে, একসঙ্গে কাজ করতে চলেছেন বলিউডের দুই কিং। ‘মহব্বতে’, কভি খুশি কভি গম‘, ‘বীর-জারা‘ সহ একাধিক ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তাঁরা। আর একদিকে বলিউডের শাহেনশা, অন্যদিকে বাদশা যখন এক ছবিতে রয়েছেন তখন সেই ছবি ব্লকবাস্টার হতে বাধ্য। আরও একবার অমিতাভ-শাহরুখ ভক্তদের জন্য সুখবর।

ফের বড়পর্দায় জুটি বাঁধছেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। তাও আবার নতুন ছবি ‘ডন থ্রি’-তে। এমন গুঞ্জনই চলছে এখন বলিউড পাড়ায়। 

পড়ুন: ‘কুরবান’ ছবিতে জুটি বেঁধেছেন অঙ্কুশ ও প্রিয়াঙ্কা, ছবি পরিচালনায় শৈবাল মুখোপাধ্যায়

ফারহান আখতারের ঘনিষ্ঠর কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘ডন থ্রি’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খান, অমিতাভ বচ্চনকে। ফারহান, দুই প্রজন্মের দুই ‘ডন’কে একসঙ্গে পর্দায় আনতে চলেছেন ‘ডন থ্রি’র মধ্যে দিয়ে। শাহরুখের পরে রণবীর সিংকেই ‘ডনে’র দায়িত্ব দিতে চলেছেন ফারহান।

কানাঘুষো শোনা যাচ্ছে, রণবীর সিংয়ের ‘ডন ৩’ সিনেমা হিট করতে ‘তুরুপের তাস’ হিসেবে দীপিকা পাড়ুকোনকেই রোমার ভূমিকায় ভাবছেন নির্মাতারা। কারণ তাঁরা, রণবীরের সঙ্গে প্রথম সারির কোনও নায়িকাকেই ফিমেল লিড হিসেবে দেখতে চাইছেন। তাছাড়া, রোমার চরিত্রে জন্য যে ধরণের অ্যাকশন সিকেয়েন্স শুট করতে হবে, তা অ্যাথলিট দীপিকার পক্ষে খুব একটা কঠিন হবে না, বলেই মনে করছেন নির্মাতারা।

‘ডন থ্রি’র চিত্রনাট্য না কি একেবারে তৈরি বলে খবর পাওয়া গেছে। ফারহান জোর কদমে এই ছবির চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ করেছেন। শোনা যাচ্ছে, তাকে এই  ব্যাপারে সাহায্য করছেন বাবা জাভেদ আখতার। অমিতাভ বচ্চনের ‘ডন’ ছবির আসল স্রষ্টা তিনি-ই। আর তার সঙ্গে সমানভাবে ছিলেন সেলিম খান। তবে এই খবর নিশ্চিত ফারহান আখতারের এক্সেল এন্টারটেনমেন্ট ‘ডন’ ছবির তৃতীয় ভাগ আনার প্রস্তুতি নিচ্ছে।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version