পুজোর আবহে দিল্লির বিজ্ঞানভবনে বসেছিল ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আলিয়া ভাট, আল্লু অর্জুনদের পাশাপাশি এই বছর জাতীয় পুরস্কার ভূষিত হন বাংলার মেয়ে শ্রেয়া ঘোষাল। এই নিয়ে পঞ্চমবার এই পুরস্কার পেলেন তিনি।
এছাড়াও বাংলার আরও এক রত্ন সুরের জাদুকর অরিজিৎ সিং-ও এই প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছেন।
পাঁচবার এই পুরস্কার পাওয়ার সেই গর্বের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন শ্রেয়া।
পড়ুন: ফের নতুন চমক জিৎ অভিনীত ‘মানুষ’-এর টিজারে, হিন্দিতে মুক্তি পেল এই ছবির টিজার
তবে এটা কী জানেন, পাঁচবার জাতীয় পুরস্কার জয়ী এই বঙ্গ তনয়া একটি গান গাইতে কত টাকা পারিশ্রমিক নেন?
১৯৮৪ সালে মুর্শিদাবাদের বহরমপুরে জন্মগ্রহণ করেন শ্রেয়া। ছোট থেকেই সঙ্গীতের প্রতি আকর্ষণ ছিল তাঁর। মাত্র ৬ বছর বয়সেই তাই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু করে দেন তিনি। এরপর ১২ বছর বয়সে ‘সারেগামাপা’র হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান শ্রেয়া।
বর্তমানে একটি গান গাইতে শ্রেয়া প্রায় ২৫ লাখ টাকা পারিশ্রমিক নেন। এই বিষয়ে অবশ্য গায়িকা কিংবা তাঁর টিম অফিশিয়ালি কিছু জানাননি।
শ্রেয়ার পরেই এই তালিকায় নাম রয়েছে আরও এক সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের। জানা গেছে, একটি গান গাইতে প্রায় ১০ লাখ টাকা চার্জ করেন অরিজিৎ। সেই সঙ্গেই কনসার্ট থেকেও মোটা টাকা আয় করেন তিনি। শোনা যায়, একটি কনসার্টের জন্য প্রায় দেড়-দুই কোটি টাকা পারিশ্রমিক নেন অরিজিৎ।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন