Home বিনোদন ফের প্রকাশ্যে এল দেবের নতুন লুক, কবে মুক্তি পাবে ‘বাঘাযতীন’?

ফের প্রকাশ্যে এল দেবের নতুন লুক, কবে মুক্তি পাবে ‘বাঘাযতীন’?

দেব মানেই নতুন চমক। নতুন চ্যালেঞ্জ। নতুনভাবে দর্শকদের সামনে নিজেকে নিয়ে আসা। তা সে অভিনেতা হিসেবেই হোক কিংবা প্রযোজক হিসেবে।

0

দেব মানেই নতুন চমক। নতুন চ্যালেঞ্জ। নতুনভাবে দর্শকদের সামনে নিজেকে নিয়ে আসা। তা সে অভিনেতা হিসেবেই হোক কিংবা প্রযোজক হিসেবে।

শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে, একাধিক নয়, শুধুমাত্র একটি বাঘ- ই যথেষ্ট। ভারতবর্ষের মাটির ছেলে বাঘাযতীনের অমর গাঁথা প্রথমবার বড় পর্দায় আসছে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস এর সবচেয়ে বড় উপস্থাপনা, মুক্তিযোদ্ধা ‘বাঘাযতীন’ আসছে।

ছবি দেখে বোঝার উপায় নেই মানুষটির পরিচয়। নতুন লুকে পর্দায় এসেছেন টলিউড অভিনেতা দেব। গায়ে ছেঁড়া-ফাটা কম্বল, মুখে অজস্র দাগ, একগোছা দাড়ি, মাথায় উস্কো-খুস্কো চুলের লুক নিয়ে বিট্রিশবিরোধী বিপ্লবী নেতা হিসেবে হাজির হয়েছেন এই অভিনেতা। এমন লুক দেবের নতুন ‘বাঘাযতীন’ সিনেমায় দেখা যাবে।

শুক্রবার তার এই বিশেষ লুক প্রকাশ করেছেন নির্মাতারা। ব্রিটিশ শাসনকালে প্রায়ই ছদ্মবেশ  ধরতেন স্বাধীনতা সংগ্রামীরা। এর ফলে এক দিকে যেমন শাসকের নজর এড়ানো যেত, তেমনই  সমান্তরালে চলত আন্দোলনের কর্মসূচি। এই সিনেমায় বিট্রিশবিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীনের ভূমিকায় তাই দেবকেও একাধিক লুকে দেখা যাবে।

পড়ুন: অরিজিতের বাড়িতে কী করছেন বাদশা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

এর আগে, খাকি পোশাকে কাঁধে বন্দুক নিয়ে শিখের বেশে দেবের লুক দেখেছেন দর্শকরা। তারও আগে সাধুর বেশে এই সিনেমায় তার একটি লুক প্রকাশ করেও চমকে দিয়েছিলেন অভিনেতা। সিনেমায় নাকি আরও কয়েকটি লুকে দেখা যাবে দেবকে। তার এই বিশেষ লুকের পেছনে রয়েছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু।

চরিত্রের প্রয়োজনে এর আগেও দর্শকদের সামনে নিজেকে একাধিকবার বিভিন্ন রূপে উপস্থাপন করেছেন। কিন্তু এই প্রথম কোনও সিনেমায় এতগুলো লুকে দর্শকদের সামনে হাজির হতে দেখা যাবে তাকে। 

এই বিশেষ লুক প্রসঙ্গে দেব বলেন, ‘এই সিনেমায় এমন এক মানুষের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি, যিনি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য ছদ্মবেশ ধারণের গুরুত্ব বুঝতেন। একইভাবে আমার চরিত্রটিও সিনেমায় একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে।‘ 

পাশাপাশি এই সিনেমাকে দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি তার শ্রদ্ধার্ঘ্য হিসেবেই উল্লেখ করেছেন দেব। ২০ অক্টোবর মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত দেবের ‘বাঘা যতীন’ সিনেমাটি।

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version