Home বিনোদন শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের...

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

MTV close down

সঙ্গীতপ্রেমী প্রজন্মের কাছে এক সময় MTV মানেই ছিল সংগীত, স্টাইল আর তারুণ্যের প্রতীক। স্কুল বা কলেজ শেষে টিভি অন করলেই বাজত নতুন পপ গান, মিউজিক ভিডিও ও চার্টবাস্টার হিটস। কিন্তু সেই স্বর্ণযুগ এখন শেষ হতে চলেছে।

প্যারামাউন্ট গ্লোবালের ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে MTV-র সমস্ত মিউজিক চ্যানেল বন্ধ হয়ে যাবে।
এই তালিকায় রয়েছে —

  • MTV 80s
  • MTV 90s
  • MTV Music
  • Club MTV
  • MTV Live

 বেঁচে থাকবে শুধু MTV HD

চ্যানেল বন্ধের পরও MTV HD সম্প্রচার চালু থাকবে, তবে শুধুমাত্র রিয়্যালিটি শো ও এন্টারটেইনমেন্ট প্রোগ্রামিং নিয়েই।

অর্থাৎ, “মিউজিক টেলিভিশন”-এর জায়গায় MTV এখন হয়ে উঠছে রিয়্যালিটি বিনোদনের কেন্দ্র — যা অনেকের জন্য “guilty pleasure”!

 কেন বন্ধ হচ্ছে MTV-র মিউজিক চ্যানেল?

বিশেষজ্ঞদের মতে, দর্শকের দেখার অভ্যাস বদলে গেছে।
আজকের যুগে মানুষ গান শুনছেন বা দেখছেন YouTube, Spotify, TikTok, Apple Music বা Instagram Reels-এর মাধ্যমে। ফলে টিভিতে মিউজিক ভিডিও দেখার দর্শক কমেছে ব্যাপক হারে।

প্যারামাউন্ট গ্লোবাল জানিয়েছে, “বর্তমান প্রজন্ম সঙ্গীত খুঁজছে ডিজিটাল মাধ্যমে, ফলে টেলিভিশনে মিউজিক চ্যানেলের প্রাসঙ্গিকতা হারাচ্ছে দ্রুত।”

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে Paramount Global ও Skydance Media-র সাম্প্রতিক সংযুক্তি, যার পর সংস্থা প্রায় ৫০০ মিলিয়ন ডলারের খরচ কমানোর পরিকল্পনা নিয়েছে। এই কৌশলের অংশ হিসেবেই মিউজিক চ্যানেলগুলিকে বন্ধ করা হচ্ছে।

এক যুগের অবসান

৯০ ও ২০০০-এর দশকের মিলেনিয়াল প্রজন্মের কাছে MTV শুধুমাত্র একটি টিভি চ্যানেল ছিল না, এটি ছিল এক সাংস্কৃতিক বিপ্লবের প্রতীক। ব্রিটনি স্পিয়ার্স, এনসিঙ্ক, ব্যাকস্ট্রিট বয়েজ, এমিনেম থেকে শুরু করে কল্ডপ্লে, সঙ্গীতের এক যুগ MTV-র স্ক্রিনে গড়ে উঠেছিল।

এখন সেই অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে।
বিশ্বজুড়ে সঙ্গীতপ্রেমীরা বলছেন, “এটা শুধু একটা চ্যানেল বন্ধ হওয়া নয়, আমাদের যৌবনের একটা অংশ হারিয়ে যাওয়া।”

 ভবিষ্যৎ দিশা

প্যারামাউন্ট গ্লোবাল জানিয়েছে, এখন থেকে MTV ডিজিটাল বিনোদন ও রিয়্যালিটি কনটেন্টে ফোকাস করবে।
সংস্থার লক্ষ্য “স্মার্টফোন-প্রথম” দর্শক, যাদের মধ্যে মিউজিকের চেয়ে বিনোদনের উপাদান বেশি জনপ্রিয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version