বলিউডে এখন বিয়ের মরশুম। এক বিয়ে সম্পন্ন হতে না হতেই আরেক প্রেমের খবর। গুঞ্জন উঠেছে, খুব শীঘ্রই না কি বিয়ের পিঁড়িতে বসতে পারেন বলিউডের এই জনপ্রিয় জুটি।
এত দিন প্রেম নিয়ে বলিউডের অন্দরে গুঞ্জন ছিলই। তবে এইবার জীবনের পরের অধ্যায় শুরু করতে উৎসাহী দুই তারকাই। তবে কখনও জনসমক্ষে সম্পর্কের কথা স্বীকার করেননি দু’জনের কেউই।
একাধিক নারীর সঙ্গে প্রেমের গুঞ্জনে বারবার শিরোনামে উঠে এসেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। ফের বি-টাউনের অন্দরে নতুন গুঞ্জন শুরু হয়েছে।
বেশ কিছুদিন আগে কার্তিক আরিয়ান জানিয়েছিলেন, এখনই তাঁর বিয়ের পরিকল্পনা নেই। তবে প্রেমে পড়তে চান তিনি। সঠিক মানুষের জন্য অপেক্ষার পাশাপাশি চুটিয়ে কাজ করছেন এখন। কিন্তু এইবার কী এর উল্টোটা ঘটতে চলেছে।
অন্যদিকে কৃতি বরাবরই সমুদ্রপ্রেমী। তিনি ঘুরতে যেতে খুবই ভালোবাসেন। তবে ঘুরতে যাওয়ার সঙ্গী হয় কখনও তাঁর পরিবার, আবার কখনও তাঁর বিশেষ বন্ধু।
সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোর মঞ্চে বিয়ের ঘোষণা করেছিলেন কার্তিক আরিয়ান। এইবার তাঁকে দেখা গেল ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে।
একই সময় কৃতি ও কার্তিক ম্যাচিং পোশাক পরে মণীশের বাড়ি গিয়েছিলেন। এরপরেই শুরু হয় বিয়ের জল্পনা।
শেহজাদা ছবিতে একসঙ্গে কাজও করেছেন কৃতি শ্যানন এবং কার্তিক আরিয়ান। ছবিটি বক্স অফিসে সাফল্য না পেলেও, তাঁদের দু’জনের বন্ডিং মজবুত হয়েছে তা স্পষ্ট।
নেটমহলে প্রশ্ন উঠছে, দুই তারকাই কি অবশেষে সম্পর্ককে স্বীকৃতি দিতে চলেছেন? সেই কারণেই মণীশের বাড়িতে একই সময়ে তাঁরা একই রঙের পোশাকে হাজির হয়েছেন। তাহলে কি দু’জনেই মণীশের কাছে বিয়ের পোশাক বানাতে দিতে গেছেন।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন