বরাবরই লাভার বয় হিসাবেই তিনি পরিচিত। মন ভাঙার ব্যাপারেও তিনি সিদ্ধহস্ত। কখনও তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, কখনও আবার মিথ্যে প্রতিশ্রুতির অভিযোগে কোণঠাঁসা হয়েছেন রণবীর কাপুর।
দীপিকা ও ক্যাটরিনাকে বাতিলের তালিকায় ফেলে অবশেষে রণবীরের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে আলিয়া ভাট। প্রেম ও বিয়ে নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট।
সম্প্রতি রণবীর কাপুর তাঁর দিদি করিনা কাপুরের টক শো-এর নয়া সিজনে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন।
দিদির করা একাধিক প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন রণবীর কাপুর। ঝড়ের গতিতে ভাইরাল হল সেই সকল মন্তব্য। ব্যক্তিজীবন নিয়ে খুব একটা রাখঢাক নেই তাঁর। রণবীর কেবল একবাক্যে উত্তর দিয়েছিলেন, তিনি নিজেকে শুধু একজন ভালো স্বামী হিসেবে হিসেবে প্রমাণ করতে চান। টানা চার বছর প্রেমের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
আলিয়া বলেন,‘যখন আমি রণবীরকে পর্দায় প্রথমবার দেখেছিলাম, তখনই আমি ঠিক করি ওকেই বিয়ে করব। সেই সময় আমি একটা মিষ্টি বাচ্চা মেয়ে ছিলাম। কিন্তু এটা একদম সত্যি কথা। বিয়ের আগেই আলিয়া ভাট জানিয়ে দিয়েছিলেন, তিনি মানসিকভাবে বিবাহিত।’
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।