দুর্দান্ত অ্য়াকশন আর পাওয়ার প্য়াকড পারফর্মেন্স নিয়ে আসছে ‘সিংঘম’ ফ্র্যাঞ্চাইজির পরের ছবি ‘সিংঘম এগেন’। রোহিত শেট্টির পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। তবে রোহিত শেট্টি-র সিংঘম এগেন ছবি থেকে সরে গেলেন ভিকি কৌশল।
শীঘ্রই তৈরি হচ্ছে সিংঘম সিরিজের নতুন ছবি। এই সিক্যুয়েল তৈরির কথা অনেক আগেই এসেছে প্রকাশ্যে। এই ছবিতে ভিকির কাজ করার কথাও ছিল। সেই অনুসারে এগোচ্ছিল সব কাজ। লুক পর্যন্ত তৈরি হয়ে গেছে। ছবিতে কপের ভূমিকায় দেখা দেওয়ার কথা ছিল ভিকির। কিন্তু, বাধ্য হয়ে সরে যেতে হল ভিকি কৌশলকে।
জানা গেছে, ভিকির হাতে আছে আরও অন্য একটি ছবির কাজ। এই ছবির লুক ও রোহিত শেট্টির ছবির লুক একেবারে আলাদা। তাই একসঙ্গে দুটি কাজ করা সম্ভব নয়।
অন্য দিকে, দুটি ছবিতে কাজ করতে গেলে দিনের সমস্যাও দেখা দিচ্ছে। প্রায় একই সময় হবে শ্যুটিং। এই সকল জটিলতার কারণে সিংঘম এগেন থেকে সরে দাঁড়ালেন ভিকি। রোহিত শেট্টির সঙ্গে কাজ করার বিস্তর ইচ্ছা থাকলেও তা বাস্তবায়িত হল না।
পড়ুন: ফের কটাক্ষের শিকার বনি সেনগুপ্ত, কী বক্তব্য নেটবাসীর?
এই ফ্র্যাঞ্চাইজির ছবিতে আগে অজয় দেবগণ, রণবীর সিং, অক্ষয় কুমারের মত অভিনেতারা অভিনয় করেছেন।
সদ্যই মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত ‘জারা হাটকে জারা বাচকে’। এরপর তাঁকে দেখা যাবে শ্যাম বাহাদুর ছবিতে। এই বছরের শেষের দিকে মুক্তি পাবে ছবিটি।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন