নতুন প্রেমের গল্পের আভাসে মুখিয়ে বলিউড। এই ইন্ডাস্ট্রিতে নিত্য নতুন সম্পর্কের সুতো বোনা হয়। কোনটা টিকে যায় সারা জীবনের মতো। কোনও কোনও সুতো আবার ছিঁড়েও যায়।
বি-টাউনের স্টার কিড তারকাদের মধ্যে দুই জনপ্রিয় নাম সুহানা খান এবং আগস্ত্যা নন্দা। ইন্ডাস্ট্রির অন্দরের খবর বলছে, এই দুই তারকা সন্তানের জুটিটা শুধু আর অনস্ক্রিনে আটকে নেই।
একজন অমিতাভ বচ্চনের নাতি, আর অন্য জন শাহরুখ খানের মেয়ে। জনপ্রিয়তার দিক থেকে অগ্যাস্তা এবং সুহানা দু’জনেরই পাল্লা বেশ ভারী।
পরিচালক জোয়া আখতারের পরিচালনায় একই সঙ্গে ডেবিউ করতে চলেছেন দু’জনে। শোনা যাচ্ছে, শুটিং করতে গিয়েই নাকি একে অপরকে গভীর ভাবে চিনেছেন দুই স্টারকিড।
সম্প্রতি তাঁদের দু’জনকেই দেখা গেছে সুনীল শেট্টির পুত্র আহান শেট্টির বিশেষ বান্ধবী তানিয়া শ্রফের জন্মদিনের পার্টিতে।
আর সেখানেই সুহানাকে গাড়িতে তুলতে এসে সুহানার উদ্দেশ্যে চুমু ছুঁড়ে দেন আগস্ত্যা। সেই ভিডিওই এখন ভাইরাল।
গতবছর ক্রিসমাস উপলক্ষে জমকালো মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছিলেন কুণাল কাপুর। সেখানেই রণধীর কাপুর, ববিতা, করিশ্মা কাপুর, আলিয়া ভাট, রণবীর কাপুরদের সঙ্গে দেখা গেছিল সুহানা, আগস্ত্যা নন্দা, শ্বেতা বচ্চন, নভ্যা নভেলি নন্দাকেও। পাপারাৎজির সামনে হাসিমুখেই দাঁড়িয়ে পোজ দিয়েছিলেন তারকা সন্তানরা।
ভিডিও- ইন্সটাগ্রাম
খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us