Home বিনোদন ‘সেরা বাবা-মা’ ধর্মেন্দ্র-হেমার বিবাহবার্ষিকীতে মেয়ে এশার শুভেচ্ছা

‘সেরা বাবা-মা’ ধর্মেন্দ্র-হেমার বিবাহবার্ষিকীতে মেয়ে এশার শুভেচ্ছা

ধর্মেন্দ্র ও হেমা মালিনীর ৪৪ তম বিবাহবার্ষিকী আজ । বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি ছবি পোস্ট করেছেন মেয়ে এশা দেওল।
দুটি ছবি পোস্ট করে বাবা-মাকে শুভেচ্ছাও জানিয়েছেন। ইনস্টাতে তিনি লিখেছেন, ‘আমার বাবা ও মাকে শুভ বিবাহবার্ষিকী। তোমাদের জন্য আমার আদর রইল। আমি তোমাদের খুব ভালবাসি।’

১৯৮০ সালে বিয়ে হয় ধর্মেন্দ্র ও হেমা মালিনীর। তাঁদের দুই কন্যা এশা ও অহনা দেওল। হেমা ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী। তাঁর প্রথম পক্ষ স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে তাঁর দুই ছেলে সানি দেওল ও ববি দেওল এবং দুই মেয়ে রয়েছে।
ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর প্রথম দেখা হয় ১৯৭০ সালে, ‘তুম হাসিন ম্যায় জওয়ান’ ছবির শুটিংয়ের সময়।

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন দু’জন। তার পর বছর দশেক ধরে তাঁরা প্রেম করেন। দু’জন অবশেষে ১৯৮০ সালে গাঁটছড়া বাঁধেন।

লোকসভা নির্বাচনে মথুরা কেন্দ্রের প্রার্থী হেমা মালিনী। তিনি তাঁর রাজনৈতিক কাজ কর্ম নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন। ২০১৪ সাল থেকে ওই আসনে জিতছেন তিনি। ওই আসনে কংগ্রেসের মুকেশ ধানগারের তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version