Home বিনোদন পর্নোগ্রাফি কনটেন্ট মামলায় রাজ কুন্দ্রার বাড়ি ও অফিসে ইডির অভিযান

পর্নোগ্রাফি কনটেন্ট মামলায় রাজ কুন্দ্রার বাড়ি ও অফিসে ইডির অভিযান

মুম্বই: পর্নোগ্রাফি কনটেন্ট সম্পর্কিত অর্থ পাচার মামলায় বৃহস্পতিবার বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রার বাড়ি ও অফিসে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জুহুতে কুন্দ্রার বাসভবন-সহ মোট ১৫টি জায়গায় তল্লাশি চালানো হয়।

ইডি-র তদন্তে উঠে এসেছে, রাজ কুন্দ্রা তাঁর কোম্পানি ‘আর্মসপ্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেড’-এর মাধ্যমে ‘হটশটস’ নামে একটি মোবাইল অ্যাপ পরিচালনা করতেন। এই অ্যাপের মাধ্যমে অশ্লীল কনটেন্ট তৈরি ও বিতরণের অভিযোগ রয়েছে। পরে ‘আর্মসপ্রাইম’-এর মাধ্যমে ওই অ্যাপটি বিক্রি করা হয় ব্রিটেনের সংস্থা ‘কেনরিন প্রাইভেট লিমিটেড’-কে। অভিযোগ, এই সংস্থার মাধ্যমেই পর্নোগ্রাফি কনটেন্ট আপলোড ও স্ট্রিম করা হত।

অভিযোগ, এই অ্যাপটি ওয়েব সিরিজের অডিশনের নামে নতুন অভিনেতা-অভিনেত্রীদের প্রলুব্ধ করত। পরে তাঁদের বাধ্য করা হত অর্ধনগ্ন বা নগ্ন দৃশ্যে অভিনয় করতে। পুলিশ জানিয়েছে, রাজ কুন্দ্রার ফোন থেকে পাওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটে ১১৯টি প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র বিক্রির জন্য ১.২ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তির প্রমাণ মিলেছে।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রাজ কুন্দ্রা। তিনি দাবি করেছেন, পর্নোগ্রাফি কনটেন্ট তৈরির সঙ্গে তাঁর কোনও সক্রিয় যোগ নেই। নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তাঁকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে।

২০২১ সালেও একই ধরনের মামলায় রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। পরে তিনি জামিনে মুক্ত হন।

এদিকে, ইডি-র তদন্তের আরেকটি দিক হল ক্রিপ্টো-পনজি স্ক্যাম। অভিযোগ, কুন্দ্রা কুখ্যাত ‘গেইন বিটকয়েন’ কেলেঙ্কারির মাস্টারমাইন্ড অমিত ভরদ্বাজের সঙ্গে যুক্ত ছিলেন। এই বছরের শুরুতেই ইডি শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার প্রায় ৯৮ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করে। অভিযোগ, এই সম্পত্তিগুলি অবৈধ কার্যকলাপের মাধ্যমে অর্জিত হয়েছিল।

ইডি সূত্রে জানা গিয়েছে, তদন্তের পরিধি আরও বাড়ানো হতে পারে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version