মুম্বই: মঙ্গলবার ভোরে বিপত্তি ঘটালেন বলিউড অভিনেতা ও শিবসেনা নেতা গোবিন্দ। নিজের রিভলভার থেকে হঠাৎই পায়ে গুলি লেগে যায় তাঁর। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি বিপন্মুক্ত। তাঁর ম্যানেজার জানিয়েছেন, এখন তিনি সুস্থ আছেন।
মুম্বই পুলিশ জানিয়েছে, বলিউড অভিনেতা তাঁর জুহুর বাড়িতে একাই ছিলেন। ভোর পৌনে ৫টা নাগাদ এই বিপত্তি ঘটে। তাঁর লাইসেন্সড রিভলভার থেকে হঠাৎ গুলি চলে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে বাড়ির কাছেই ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর তিনি বাড়ি ফিরে এসেছেন। পুলিশ জানিয়েছে, গোবিন্দ কোনো অভিযোগ দায়ের করেননি।
গোবিন্দর ম্যানেজার জানান, “আমাদের সকাল ৬টার প্লেন ধরার কথা ছিল। কলকাতায় একটি অনুষ্ঠান ছিল। আমি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। গোবিন্দজি বাড়ি থেকে ঠিক যে সময়ে বেরোবেন, ঠিক তখনই দুর্ঘটনা ঘটে।”
তিনি বলেন, “গোবিন্দজি তাঁর কাবার্ডে রিভলভারটি রাখতে গিয়েছিলেন। তখনই হঠাৎ হাত থেকে পড়ে গিয়ে গুলি চলে যায়। ভগবানের অসীম দয়া, গোবিন্দজি পায়ে আঘাত পান। তেমন মারাত্মক কিছু ঘটেনি।”