ঢাকায় আজ, শনিবার থেকে শুরু হলো ২১তম রেইনবো চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকেল ৪টায় এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েন এবং চীনের চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক ঝু ইয়াং।
এবারের উৎসবে ভারতের ৪টি চলচ্চিত্র জায়গা করে নিয়েছে। টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘পদাতিক’-এর সঙ্গে রয়েছে শমীক রায় চৌধুরীর ‘বেলাইন’, যতলা সিদ্ধার্থের ‘ইন দ্য বেলি অফ এ টাইগার’, অভিলাষ শর্মার ‘সোয়াহা’, এবং উজ্জ্বল পলের ‘ক্লার্ক’।
উৎসবটি চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এতে প্রদর্শিত হবে দেশ-বিদেশের শতাধিক চলচ্চিত্র। এবারের আয়োজনেও থাকবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল বিলিভ, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশন।
ছবিগুলি প্রদর্শিত হবে ঢাকার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন এবং আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে। উৎসবে থাকবে বিভিন্ন সেমিনার, যেখানে দেশের তারকা শিল্পী ও নির্মাতাদের পাশাপাশি উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলীরা।
বাংলাদেশের চলচ্চিত্র উৎসবের এই বিশাল মঞ্চে ভারতের পাশাপাশি বিশ্বের আরও বহু দেশের চলচ্চিত্রের প্রদর্শনী ও সেমিনার আয়োজন দর্শকদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।