সিনেমার জগতে কাজ করতে হলে ত্বক হতে হবে ফর্সা, চকচকে ও উজ্জ্বল। শরীর হতে হবে স্লিম ও ফিট। এমনটা একাধিকবার শোনা যায়। এই নিয়ে বলিপাড়ার তাবড় তাবড় সেলেবদেরও মুখ খুলতে দেখা গিয়েছে।
সম্প্রতি কাজলকে এক সাক্ষাৎকারে বডি শেমিং নিয়ে বলতে দেখা গিয়েছে। ৯০-এর দশকে একাধিক হিট ছবি দিয়েছেন কাজল।
‘বেখুদি’ ছবির মাধ্যমে তাঁর বলিউডে আগমন হলেও ‘বাজিগর’ ছবির পর থেকে তিনি সবার মনে ছেয়ে গিয়েছিলেন।
তবে তাঁর শ্যামলা বর্ণের জন্য অনেক লড়াইয়ের সম্মুখীন হতে হয়েছে। তিনি সেই সাক্ষাৎকারে জানান, যে তাঁকে যেমন তাঁর ত্বকের রংয়ের জন্য কটাক্ষ করা হত, তেমনি শরীর নিয়েও বলা হত।
তিনি জানান, ‘যখন ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ শুরু করি আমাকে দেখে লোকে বলত, কালো, খুব মোটা, সবসময় চশমা পরে থাকি। তবে আমি বেশি পাত্তা দিইনি। আমি জানতাম যাঁরা আমায় নেতিবাচক মন্তব্য করছেন তাঁদের থেকে আমি কুল,স্মার্ট। তাই আমি জীবনে এগিয়ে গিয়েছি।’
কাজলের স্পষ্ট বক্তব্য যে সমালোচনাকে পাত্তা না দিলে একসময়ে নিন্দকদের মুখ বন্ধ হয়ে যায়। ফলে, বডিশেমিংকে পাত্তা না দেওয়ারই পরামর্শ ‘কুছ কুছ হোতা হ্যায়’ অভিনেত্রীর। তার বদলে নিজের কাজে মনোযোগী হলে সফল হওয়া কেউ আটকাতে পারবে না বলেই জানান কাজল।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন