নীল জলরাশি, সাদা ঝকঝকে বালুকাময় সমুদ্র তীরে পড়ে রয়েছে বেশ কিছু আবর্জনা। সেগুলিই হাতে করে তুলে নিচ্ছেন টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী। পড়নে রয়েছে সুইম পোশাক। আর উপর থেকে একটা কালো রঙের শ্রাগ জড়িয়েছেন। এভাবেই একের পর এক আবর্জনা তুলে যাচ্ছেন সমুদ্রতট থেকে। এরপর জমা করছেন একটি বাস্কেটে। কিন্তু কেন এমন হাল অভিনেত্রীর? হঠাৎ আবর্জনা তুলছেন কেন?
আসলে আজ অর্থাৎ ২২ এপ্রিল ‘আর্থ ডে’। এই দিনটি সেলেবরা নানানভাবে পালন করেছেন। সোশ্যাল মিডিয়ায় তার ছবিও আকছার দেখা যাচ্ছে। সেরকমই ব্যতিক্রম গেলেন না মিমি চক্রবর্তী। তিনিও পালন করলেন আর্থ ডে। সমুদ্র তটে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে পালন করলেন দিনটি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। লিখেছেন, ”পৃথিবী ভরা প্লাস্টিক, তা-ও আমরা এই দিনটাকে হ্যাপি আর্থ ডে বলি। এখনও দেরি হয়ে যায়নি। কিছু সচেতন সিদ্ধান্ত আমাদের এখনও বিপদ থেকে বাঁচাতে পারে। প্রকৃতির সঙ্গে আমরা যে অন্যায় করেছি, যে ক্ষতি করেছি তাকে শুধরে নেওয়া এখনও যায়। এখনও প্রকৃতি সে সুযোগ দিচ্ছে।”