ছয় দিন ধরে নিখোঁজ ‘তারক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত অভিনেতা গুরুচরণ সিং, যিনি রোশন সিং সোধির ভূমিকায় অভিনয় করেছিলেন।
গুরুচরণ সিংয়ের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি অপহরণের মামলা দায়ের করেছে। ৫০ বছর বয়সি অভিনেতাকে খুঁজে বের করতে বেশ কয়েকটি দল গঠন করা হয়েছে।
সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।
পুলিশ জানিয়েছে, দিল্লির একটি এটিএম বুথ থেকে ৭ হাজার টাকা তোলেন তিনি। ২৪ এপ্রিল বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে পালামে তাঁর শেষ লোকেশন পাওয়া যায়। এর পর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
অভিনেতার বাবা তাঁর অভিযোগে বলেছেন যে তাঁর ছেলে ২২ এপ্রিল (সোমবার) দিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছিল, কিন্তু মুম্বই পৌঁছোয়নি।
সোমবার রাত সাড়ে আটটায় তাঁর উড়ানে যাওয়ার কথা থাকলেও রাত ৯টা ১৪ মিনিট নাগাদ তাঁকে পালামের একটি ট্রাফিক মোড়ে দেখা যায়।
সোমবার রাতে পালাম এলাকায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজে অভিনেতাকে ব্যাকপ্যাক নিয়ে রাস্তা পার হতে দেখা গিয়েছে।
দিল্লি বিমানবন্দরে পৌঁছোনোর জন্য তিনি কোন পথ দিয়ে গিয়েছিলেন, তা জানতে তাঁর বাড়ির কাছের সিকিউরিটি ক্যামেরাগুলিও খতিয়ে দেখছে পুলিশ।
'तारक मेहता का उल्टा चश्मा’ के अभिनेता गुरुचरण सिंह लापता, CCTV फुटेज आया सामने#GurucharanSingh #CCTV pic.twitter.com/DF04A12Lke
— NDTV India (@ndtvindia) April 27, 2024
আরও পড়ুন। বাঁ হাতে ভাইফোঁটা দিয়ে ডান হাতে মুছে দিতেন, ছোটবেলার সেই প্রেমের গল্প বললেন ইন্দ্রাণী হালদার