দেব টলিপাড়ার সুপারস্টার। দিন দিন নিজেকে যেভাবে ভেঙে গড়েছেন দেব, তাতে একটা বিষয় প্রমাণিত, পালাবদলের চ্যালেঞ্জটা তিনি বেশ দৃঢ়তার সঙ্গেই গ্রহণ করেছেন। এখন তাঁর ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। মুক্তি পেল দেব অভিনীত ‘প্রধান’ ছবির দ্বিতীয় পোস্টার।
শুক্রবার নন্দনে প্রকাশ করা হয়েছে ছবির দ্বিতীয় পোস্টারটি। ছবিতে থাকছে একাধিক চমক। এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে নায়ককে। তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে সৌমিতৃষাকে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে সোহম চক্রবর্তী।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই পুলিশের পোশাকে চমক দিয়েছেন দেব ও সোহম। এই ছবিতে দেবের চরিত্রের নামও প্রকাশ্যে এসেছে ‘দীপক প্রধান’। দেব ও সোহম যে এখানে পেশিবহুল দাপুটে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন, তা বেশ বোঝা যাচ্ছে।
‘প্রধান’-র বেশীরভাগ শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গে। গল্পের প্রয়োজনেই এই ছবির প্রেক্ষাপট পাহাড়। উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছে।
একটি ছবি পোস্ট করে কিছুদিন আগে অভিনেতা- প্রযোজক সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সব ঠিক থাকলে আগামী বড়দিনে আপনাদের সঙ্গে দেখা হবে’। অর্থাৎ বোঝাই যাচ্ছে, ফের টনিকের স্ট্র্যাটেজি কাজে লাগাতেন চাইছেন নির্মাতারা। বড়দিনেই মুক্তি পাওয়ার কথা ‘প্রধান’ ছবির।
সোশ্যাল মিডিয়ায় দেব কিছুদিন আগে ছবির যে পোস্টার পোস্ট করেছিলেন, তাতে পুলিশের খাকি পোশাকে দাঁড়িয়ে আছেন তিনি, যদিও মুখ দেখা যাচ্ছে না, কিন্তু বুকের কাছে প্লেটে লেখা রয়েছে দীপক প্রধান। বোঝাই যাচ্ছে, চরিত্রের পদবী থেকেই ছবির নাম হয়েছে। চলতি বছর ২৫ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন