Home বিনোদন ফের রেড কার্পেটে আগুন ধরালেন প্রিয়াঙ্কা, মেট গালার মঞ্চে প্রিয়াঙ্কা সাজলেন কোটি...

ফের রেড কার্পেটে আগুন ধরালেন প্রিয়াঙ্কা, মেট গালার মঞ্চে প্রিয়াঙ্কা সাজলেন কোটি টাকার গয়নায়

এতদিন ধরে রেড কার্পেটে আগুন ঝরিয়েছেন দেশি গার্ল্। এইবার ও তাঁর অন্যথা হল না। হটেস্ট ডিভা প্রিয়াঙ্কা চোপড়া প্রমাণ করতে কোনও রকম কসরত বাকি রাখেননি তিনি। এই মেট গালা লুক-ই এর প্রমাণ। শুধু পোশাকেই নয়, চমক ছিল তার হেয়ারস্টাইল এবং মেকআপেও।

চোখে ও ঠোঁটে ছিল সাহসিকতার ছোঁয়া। তার গোলাপী ঠোঁট আর আইশ্যাডোর মাঝে উঁকি মারছিল  কালো ভ্রু আর চোখের পাতা।

আবারও মেট গালার মঞ্চে দ্য়ুতি ছড়ালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মেট গালা’য় ২০৪.৫ কোটি টাকার নেকলেস পরে রেড কার্পেটে হাঁটলেন প্রিয়াঙ্কা। এইদিন দু’জনকেই দেখা গেল কালো পোশাকে।

ইতিমধ্য়েই সোশ্য়াল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও প্রকাশ্য়ে এসেছে এই ডুয়োর। এই ইভেন্টে কালো ভ্যালেন্টিনো পোশাকের সঙ্গে ১১.৬-ক্যারেটের হীরের নেকলেস বেছে নিয়েছিলেন অভিনেত্রী। অন্য়দিকে, নিক একটি সাদা শার্ট, কালো প্যান্টের সঙ্গে মানানসই টাই ও জ্যাকেটে সাজিয়েছিলেন নিজেকে।

প্রিয়াঙ্কার গলার বহুমূল্য হীরের হারটি অভিজাত গয়না প্রস্তুতকারক সংস্থা বুলগারির। আন্তর্জাতিক জেমোলজিক্যাল ইনস্টিটিউটের মতে হারটি ব্লু ডায়মন্ড দিয়ে তৈরি। আর তা বেশ বড় বড়। যা এমনিতে দেখলেই মুগ্ধ হয়ে যেতে হয়। সমস্ত কিছু মিলিয়ে হারের আনুমানিক মূল্য প্রায় ২৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২০৪.৫ কোটি টাকা।

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version