Home বিনোদন বিয়ের সন্ধ্যায় লাল শাড়িতে বরের হাত ধরে রিসেপশনে সোনাক্ষী, কী পোশাক পরলেন...

বিয়ের সন্ধ্যায় লাল শাড়িতে বরের হাত ধরে রিসেপশনে সোনাক্ষী, কী পোশাক পরলেন বাবা-মা?

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন। রবিবার, মুম্বাইয়ের বান্দ্রায় সোনাক্ষীর অ্যাপার্টমেন্টে এই ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানিক বিবাহের পর নবদম্পতি দাদারের বাস্তিয়ানে এক জাঁকজমকপূর্ণ রিসেপশনের আয়োজন করেন। নবদম্পতি বিয়ের ঐতিহ্যবাহী পোশাকে সেজেছিলেন এবং ক্যামেরার সামনে খুশি মনে পোজ দেন।

সোনাক্ষী সিনহা ওই অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছিলেন একটি অপূর্ব লাল শাড়ি, যা তাঁকে আরও সুন্দর করে তুলেছিল। তাঁর ব্রাইডাল লুক সম্পূর্ণ করতে তিনি পরেছিলেন সিঁদুর এবং লাল চূড়া। অপরদিকে, জহির ইকবাল পরেছিলেন একটি সাদা কুর্তা সেট। তারা দুজনেই একে অপরের হাত ধরে পার্টি ভেন্যুতে প্রবেশ করেন এবং ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন।

image 2

বিয়ের ছবি শেয়ার করে সোনাক্ষী একটি আবেগঘন পোস্ট লেখেন। তিনি লেখেন,’এই দিনে, সাত বছর আগে (২৩.০৬.২০১৭), একে অপরের চোখে আমরা ভালোবাসা দেখেছিলাম তার শুদ্ধতম রূপে এবং তা ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ সেই ভালোবাসা আমাদের সমস্ত চ্যালেঞ্জ ও বিজয়কে পেরিয়ে নিয়ে এসেছে… এই মুহূর্ত পর্যন্ত… যেখানে আমাদের উভয় পরিবারের এবং উভয় ঈশ্বরের আশীর্বাদে… আমরা এখন স্বামী ও স্ত্রী। একে অপরের সঙ্গে আজ থেকে চিরকাল পর্যন্ত ভালোবাসা, আশা এবং সমস্ত সুন্দর জিনিসের জন্য।’

সোনাক্ষী ও জহিরের এই বিয়ের খবরে বলিউড ইন্ডাস্ট্রি এবং তাদের ভক্তদের মধ্যে আনন্দের বন্যা বইছে। তাদের নতুন জীবনের জন্য শুভকামনা রইল।

শত্রুঘ্ন সিনহা ও পুনম সিনহার পোশাক

বিয়ের পার্টিতে আর যাঁরা এলেন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version