প্রকাশ্যে এল ‘পুষ্পা টু’-এর প্রথম ঝলক। যেখানে অল্লু অর্জুনের দুর্ধর্ষ লুক প্রকাশ্যে এল। যা দেখে উচ্ছ্বসিত অল্লু অর্জুনের অগণিত ভক্ত। পুষ্পার অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে অল্লু অর্জুনের নয়া লুক প্রকাশ্যে আসে।
‘পুষ্পা ২’। দক্ষিণের এই ছবির ভক্ত যে দেশজুড়ে তা বলাই যায়। বুধবার ভক্তদের আসন্ন এই চলচ্চিত্র সম্পর্কে একটি আপডেট দেওয়া হয়েছে। একটি বিশেষ ভিডিও শেয়ার করা হয়েছে।
#WhereIsPushpa ?
— Pushpa (@PushpaMovie) April 5, 2023
The search ends soon!
– https://t.co/clOLWfGV6L
The HUNT before the RULE 🪓
Reveal on April 7th at 4.05 PM 🔥#PushpaTheRule ❤️🔥
Icon Star @alluarjun @iamRashmika #FahadhFaasil @aryasukku @ThisIsDSP @SukumarWritings @MythriOfficial pic.twitter.com/ayodpfY45a
সূত্রের খবর অনুযায়ী, আগামী ৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির প্রথম ঝলক। শুক্রবার বিকেল ৪টের সময় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হবে সেই ঝলক।
সেটার প্রচারের জন্য়ই এমন পোস্টার। পুষ্পা টু’ ছবির চিত্রনাট্যে বড়সড় বদল ঘটেছে। জানা গিয়েছে, ‘পুষ্পা টু’তে নাকি ‘শ্রীবল্লি’ চরিত্রটার মৃত্যু ঘটবে। শোনা যাচ্ছে, ছবির শুরুতেই মিলবে তার ইঙ্গিত।
বুধবার টুইটারে মিথ্রি মুভি মেকাররা ঘোষণা করেছেন যে আসল টিজারটি আগামী ৮ এপ্রিল অভিনেতা আল্লু অর্জুনের জন্মদিনের প্রাক্কালে মুক্তি পাবে।
‘পুষ্পা দ্য রাইজের’ ব্যাপক জনপ্রিয়তার পরে সিনেমাপ্রেমীরা প্রতীক্ষা করছেন ‘পুষ্পা টু’ মুক্তির। তেলেগু সুপারস্টারের নজরকাড়া অভিনয় দর্শকদের উন্মাদনা আরও বেশি করে বাড়িয়ে তুলবে বলেই ধারণা করা হচ্ছে।
ভিডিও- টুইটার
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন