ফের খবরের শিরোনামে এই তারকা জুটি। একসঙ্গে ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন নির্জ্ন সমুদ্র সৈকতে।
এই প্রথম নয়, আগেও বিজয়-রশ্মিকাকে নানা অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে।
নিজেদের মধ্যে তাঁরা মশগুল হয়ে যান দেখা হলেই।
তবু প্রেমের নামগন্ধ স্বীকার করতে নারাজ।
তবে এইবার দু’জনকেই সমুদ্রসৈকতে রিল্যাক্স করতে দেখা গিয়েছে।
হলি ডে ডেস্টিনেশনে সময় কাটানোর ছবি আপলোড করেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে, রশ্মিকাও নিজের সানকিসড ছবি আপলোড করে লিখেছেন, “হ্যালো ২০২৩।”
তবে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একই জায়গায় ঘুরতে যাওয়ার ছবি আপলোড করেছেন দুই তারকা।
তাতে ভক্তগণদের এই সহ্জ বিষয়টি বুঝে নিতে আর অসুবিধা হয় নি।
এর আগেও বহুবার একই ডেস্টিনেশনে তাদেরকে পাড়ি দিতে দেখা গিয়েছে।
রশ্মিকার বলিউডে ডেবিউ হয়েছে গুডবাই ছবির সূত্র ধরে।
ছবিতে দক্ষিণী ইন্ডাস্ট্রির এই দুই সুপারস্টারকে একসঙ্গে দেখা যায়নি ঠিকই।
তবে রশ্মিকার বক্তব্য, “তাঁদেরকে নিয়ে এই মজার গসিপগুলো হয় তা বেশ তিনি উপভোগ করেন। তাঁরা দু’জনেই কর্মসূত্রে শুধুমাত্র ভলো বন্ধু ছাড়া আর কিছু না।”
করণ জোহরের কফি কাউচে এসে বিজয় দেবেরাকোন্ডা জানান, রশ্মিকা মন্দানাকে নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন।
বিজয় বলেছিলেন, “আমি রশ্মিকার সঙ্গে দুটি ছবিতে কাজ করেছি। ও খুব মিষ্টি একটা মেয়ে। ওকে খুব ভালোবাসি। সত্যিই খুব ভালো বন্ধু।”
স্পষ্টভাবে দু’জনের দিক থেকেই কোনও সদুত্তর ঠিকভাবে পাওয়া যায় নি।
তাই এখন তাঁদের ভিতরের রসায়নে কী চলছে সেই খবর সময়ই বলবে।
ছবি সৌজন্যে- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us