ঘরে যেন মন টিকছে না শ্রাবন্তীর। এককথায় বলতে গেলে নায়িকার মন এখন উরু উরু। বেড়ানোর নেশা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনকে পিছনে ফেলে একপ্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন শ্রাবন্তী।
ছেলে অভিমন্যু ও হবু বউমা দামিনীকে নিয়ে সদ্যই মলদ্বীপে উড়ে গেছিলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ঘুরে এসেও ঘরে মন টেকেনি শ্রাবন্তীর। ছুটি কাটানোর মুড অভিনেত্রীর। শীতের আমেজ হালকা হালকা, তাঁর মধ্যেই তিনি সুইমিং পুলে নেমে গেছেন। চোখে পড়ে আছেন রোদচশমা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে শ্রাবন্তী লিখছেন, ‘ঘুরতে যাওয়ার সুযোগ মানেই যাত্রাকে নতুন করে বোঝা। ভালোবাসার এক সংযোগ রয়ে যায়।‘
তবে শ্রাবন্তীর এই রূপে দেখে নেটিজেনরা তাঁকে কটাক্ষ করে বলেছেন অশ্লীলতার মাত্রা ছড়িয়ে গেছে। যদিও, শ্রাবন্তীর এইসব কথায় কান দেওয়ার সময় নেই।
এরইমধ্যে আবার কেউ বললেন, আপনি যা খেল দেখাচ্ছেন, ঠিক যেন অষ্টম আশ্চর্য। আবার কেউ বললেন, আপনি তো আগুনের থেকেও গরম হয়ে গেছেন। শ্রাবন্তীর বিয়ে নিয়ে আলোচনা কম হয় না।
তবে এইবারের সফরের সঙ্গী কে, তা জানা না গেলেও চর্চিত প্রেমিকের নামই উঠে আসছে শিরোনামে। যদিও পুরো বিষয়টি নিয়ে একেবারে স্পিকটি নট টলি অভিনেত্রী শ্রাবন্তী।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন