পরিচালক আদিত্য ধরের পরবর্তী সিনেমা ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’-তে অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশলকে। এর আগেও উড়ি সিনেমাতে এই পরিচালক এবং অভিনেতার জুটিকে দেখা গিয়েছিল। সিনেমাটি ব্যপক সফলতা অর্জন করে। দর্শকদের মনেও জায়গা করে নেয় সিনেমাটি। আবারও সেই পরিচালক এবং অভিনেতার যুগলবন্দী দেখা যাবে ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ সিনেমায়। কিন্তু আচমকাই ছন্দপতন ঘটেছে।
যাবে ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ ছবিতে ভিকির জায়গায় দেখা যাবে অন্য কাউকে। এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।
শোনা যাচ্ছে, প্রযোজক রনি স্ক্রুওয়ালাও এই ছবি থেকে পিছিয়ে আসে। সম্প্রতি জিও স্টুডিও পরিচালক আদিত্য ধরের এই ছবিকে সবুজ সংকেত দেখিয়েছে। তবে নতুন প্রযোজকের সঙ্গে সঙ্গে কাস্টিংয়েও বদল এসেছে।
সূত্রের খবর, ভিকি কৌশলকে বাদ দিয়ে এই ছবিতে এন্ট্রি নিচ্ছেন রণবীর সিং। রণবীরের সঙ্গে নাকি প্রাথমিক কথাবার্তাও সেরে ফেলেছেন আদিত্য।
শোনা যাচ্ছে, চিত্রনাট্যও পছন্দ রণবীরের। তবে এখনও তিনি পুরোপুরি হ্যাঁ করেন নি। কিন্তু ছবি থেকে যে ভিকি কৌশল বাদ পড়েছেন তা নিশ্চিত।
বলিপাড়া সূত্রে খবর,ছবিতে নায়িকা হিসেবে থাকছেন দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভু। ইতিমধ্যেই ছবির কাহিনি অভিনেত্রীকে শুনিয়েছেন পরিচালক। আর ছবিতে কাজ করতে রাজিও হয়ে গিয়েছেন তিনি।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন