Home বিনোদন মুক্তি পেল ‘টাইগার ৩’-এর টিজার, কবে মুক্তি পাবে ছবিটি?  

মুক্তি পেল ‘টাইগার ৩’-এর টিজার, কবে মুক্তি পাবে ছবিটি?  

অবশেষে অপেক্ষার অবসান। এইবার সাসপেন্স ভেঙে প্রকাশ্যে এলেন টাইগার। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি ‘টাইগার ৩।’

0

অবশেষে অপেক্ষার অবসান। এইবার সাসপেন্স ভেঙে প্রকাশ্যে এলেন টাইগার। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি ‘টাইগার ৩।’

বুধবার সকালেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। ছবিতে রয়েছেন সালমান খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। ছবিতে ভাইজানের কয়েকটি ঝলক যেন আরও একটু উস্কে দিয়েছে দর্শকদের উম্নাদনাকে।

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার।’ দারুণভাবে সাড়া ফেলেছিল দর্শকমহলে। এর ঠিক ৫ বছর পর ২০১৭ সালে মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়।’ তারপর কেটে গেছে ৬ টা বছর, দেখা মেলেনি টাইগারের। তার অপেক্ষায় বসে আছে দর্শক। তাই দর্শকের মুখে হাসি ফোটাতে ফিরছে টাইগার। যশ চোপড়ার জন্মদিনের দিনই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। 

মুক্তি পাওয়া টিজার জুড়ে রয়েছে চমক। টিজারের শুরুতে দেখা যাবে সালমান নিজেকে টাইগার বলে  পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন, তাঁর নাম অবিনাশ সিংহ রাঠোর। এরপরই ফ্ল্যাশব্যাকে দেখা যাবে তিনি কী কী করেছেন দেশের জন্য।

কিন্তু, এখন সে বদনামের ভাগী। র-র এজেন্ট টাইগার দেশের সঙ্গে গদ্দারি করেছে, সে দেশের শত্রু। এমনই রটছে তার নামে। এইবার সে নিজের ক্যারেক্টর সার্টিফিকেট চায় দেশের থেকে। টাইগার চায় সে কী তা দেশ তাঁর ছেলেকে জানাবে। এবার ছবিতে শুধু একজন ফাইটার নয়, বরং তাঁর ছেলের সঙ্গে তাঁর সম্পর্কও দেখা যাবে।

যশ চোপড়ার জন্মদিনটিকে টাইগারের টিজার এল প্রকাশ্যে। টাইগার কা মেসেজ নামে টিজারটি শুরু হয়েছে। অ্যাকশন প্যাকড থ্রিলারটি ছবিটিতে ইমরান হাসমিকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। অবনীশ সিংহ রাঠোরের চরিত্রে সালমান  খান ও জোয়ার চরিত্রে ফিরছেন ক্যাটরিনা কাইফ। ছবিটির পরিচালনা করেছেন মনীশ শর্মা। যশরাজ ফিল্মস ব্যানারে, আদিত্য চোপড়ার প্রযোজনায় তৈরি হয়েছে ছবিটি। আগামী ১০ নভেম্বর মুক্তি পেতে পারে ছবিটি। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়। কী কান্ড ঘটালেন কর্তিক আরিয়ান? নেটিজেনরা

ভিডিও- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version