Home বিনোদন ফের টলিপাড়ায় কি বিবাহবিচ্ছেদ? মুখ খুললেন ছোটপর্দার অভিনেত্রী শোলাঙ্কি

ফের টলিপাড়ায় কি বিবাহবিচ্ছেদ? মুখ খুললেন ছোটপর্দার অভিনেত্রী শোলাঙ্কি

ছোটপর্দার তিনি অত্যন্ত পরিচিত মুখ। বেশ কয়েক বছর ধরেই টলিপাড়ায় তিনি চুটিয়ে কাজ করছেন। স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ‘গাঁটছড়া’-তে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন শোলাঙ্কি রায়। এই সিরিয়ালের জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। টিআরপি তালিকায় অবস্থান যেমনই হোক না কেন, দর্শকমহলে এই  সিরিয়ালের জনপ্রিয়তা কিন্তু দিনদিন বাড়ছে। 

গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছে, টলিপাড়ার নামী নায়ক সোহম মজুমদারের সঙ্গে নাকি প্রেম করছেন শোলাঙ্কি।  বিয়ের পর বেশ কিছুদিনের জন্য বিদেশে চলে গিয়েছিলেন অভিনেত্রী। তবে অনেকদিন ধরে অভিনেত্রী কলকাতায় আছেন। তাহলে কি স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে? সেই নিয়ে তুঙ্গে জল্পনা।

যদিও সেই বিষয়ে অভিনেত্রী কোনও দিন মুখ খোলেননি। তবে ভক্তদের মধ্যে চলতে থাকা চর্চা, সমালোচনার জবাবে তিনি বলেন, “আমি গসিপ সামলাই না বরং গসিপ উপভোগ করি”।

যদিও সোহমকে নিয়ে সব প্রশ্নই সাবলীলভাবে এড়িয়ে গিয়েছেন। অভিনেত্রী এই বিষয়ে সেইভাবে কোনও কিছু বলেন নি।

তিনি সবসময় সোশ্যাল মিডিয়াতে খুব বেশি সক্রিয় থাকেন না। কারণ তিনি তাঁর ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতে বেশি পছন্দ করেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে তাঁর বিবাহ বিচ্ছেদ নিয়ে যে সমস্ত গুঞ্জন হচ্ছে এই বিষয়ে কোনও তথ্য তিনি প্রকাশ করতে চান নি।  

শোলাঙ্কির অবশ্য এটি প্রথম ধারাবাহিক নয়। বরং টেলি দুনিয়ার পোড় খাওয়া অভিনেত্রী তিনি। ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকে বিক্রম চট্টোপাধ্যায়ের বিপরীতে প্রথম অভিনয় তাঁর। প্রথম ধারাবাহিকেই পেয়েছিলেন আকাশছোঁয়া জনপ্রিয়তা। এরপর ‘প্রথমা কাদম্বিনী’, ‘ফাগুন বৌ’য়ে তাঁকে দেখেছেন দর্শকরা। ইতিমধ্যেই টলিউডেও কাজ করে ফেলেছেন শোলাঙ্কি। যীশু সেনগুপ্তের বিপরীতে ‘বাবা বেবি ও’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version