Home বিনোদন আচমকা কী বিস্ফোরক মন্তব্য করলেন স্বস্তিকা? কী কারণ রয়েছে অভিনেত্রীর এই বার্তার...

আচমকা কী বিস্ফোরক মন্তব্য করলেন স্বস্তিকা? কী কারণ রয়েছে অভিনেত্রীর এই বার্তার পিছনে?

বয়স শুধুমাত্র একটি সংখ্যা, এই কথাটি যারা প্রমাণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। চিরকালই দাপুটে অভিনয় করে এসেছেন এই অভিনেত্রী। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও সরাসরি সোজা কথা বলতেই বিশ্বাসী স্বস্তিকা। ফের আরও একবার অকপটে কথা বলে খবরের শিরোনামে উঠে এলেন অভিনেত্রী।

0

বয়স শুধুমাত্র একটি সংখ্যা, এই কথাটি যারা প্রমাণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। চিরকালই দাপুটে অভিনয় করে এসেছেন এই অভিনেত্রী। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও সরাসরি সোজা কথা বলতেই বিশ্বাসী স্বস্তিকা। ফের আরও একবার অকপটে কথা বলে খবরের শিরোনামে উঠে এলেন অভিনেত্রী।

‘দেবদাসী’ ধারাবাহিকে প্রথম অভিনয় করে সিনেমা জগতে প্রবেশ করেছিলেন তিনি। এরপরের পথটা অনেক লম্বা। ওয়েব সিরিজ থেকে সিনেমা, টলিউড থেকে হলিউড সর্বত্র বিচরণ করেছেন স্বস্তিকা। স্বস্তিকা মানে একটি নির্ভীক দুর্দান্ত চরিত্র। ‘দুপুর ঠাকুরপো’, ‘মোহমায়া’, ‘পাতাল লোক’, ‘চরিত্রহীন’, ‘দিল বেচারা’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘তাসের ঘর’,’বন্ধু’, ‘মস্তান’ সহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নতুন জেনারেশন অর্থাৎ বর্তমান প্রজন্মের অভিনেতা অভিনেত্রী সম্পর্কে কথা বলতে গিয়ে স্বস্তিকা বলেন, ‘এখন মানুষ খুব সহজেই সবকিছু পেতে চায়। অভিনয় জগতে প্রবেশ করার সাথে সাথেই বড় গাড়ি, বাড়ি, দামি দামি গয়না সবকিছুই কিনে ফেলে তারা। আগামী প্রোজেক্ট আদৌ হাতে পাবে কিনা সেই নিয়ে চিন্তাভাবনা না করেই একাধিক ইএমআই- এর চাপ নিয়ে নেয় নিজেদের কাঁধে। পরে যখন টাকা দিতে পারে না তখনই আত্মহত্যার পথ বেছে নেয়।‘

স্বস্তিকা আরও বলেন, ‘আমি চিরকালই আমার বাবার আদর্শে মানুষ হয়েছি। আমার বাবা চিরকাল খুব সহজ ভাবে জীবন যাপন করতে শিখিয়েছেন আমাকে। আমি এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি তবু আমি আমার বাবার বাড়িতে আছি, কারণ আমি কোথায় আছি বা কি পরছি তা আমার কাছে কোন গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। লক্ষাধিক টাকার জুতো বা ব্যাগ ব্যবহার করলেই কখনও বড় হওয়া যায় না।‘

স্বস্তিকার কথায়, ‘এখন মানুষ এই অভিনয় জীবনকে লং টার্ম পলিসি হিসেবে ভাবে না। অভিনয় করতে করতে এমন সময় আসতে পারে যখন আপনার হাতে হয়তো তেমন কাজ থাকবে না। এই সময়টা সব অভিনেতা অভিনেত্রীর জীবনেই আসে। এই কঠিন সময়ের জন্য সব সময় অর্থ সঞ্চয় করে রাখা উচিত। টাকা নষ্ট করে নিজেকে বিশাল বড় কিছু প্রতিপন্ন করার পেছনে কোন মাহাত্ম্য নেই। নিজের অভিনয় পেশাটিকে যদি আপনি ভালবাসতে পারেন তবেই আপনি একজন বড় মাপের মানুষ এবং অভিনেতা হয়ে উঠতে পারবেন।‘

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version