Home বিনোদন ‘শেষ পাতা’-য় বাল্মীকি চরিত্রে অচেনা প্রসেনজিৎ, প্রকাশ্যে এল ছবি মুক্তির তারিখ

‘শেষ পাতা’-য় বাল্মীকি চরিত্রে অচেনা প্রসেনজিৎ, প্রকাশ্যে এল ছবি মুক্তির তারিখ

অভিনেতারা চিরকালই তাঁদের বয়স ধরে রাখতে চান। কিন্তু চরিত্রের প্রয়োজনে প্রত্যেক অভিনেতাকেই নিজেকে ভাঙতে-গড়তে হয়। চরিত্রের প্রয়োজনে যত্নে তৈরি করা হয় যে লুক, তাকে ঘিরে দর্শকদের আগ্রহের শেষ থাকে না। টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কেরিয়ারে এই জিনিস হয়েছে বহু বার। 

‘শেষ পাতা’- র কাহিনি এগোবে চার জন মানুষকে কেন্দ্র করে। আশি ও নব্বইয়ের দশকে ব্যাপক জনপ্রিয় নাকউঁচু লেখক বাল্মীকি। কিন্তু জীবনের ঘনঘটায় অনেক কিছু ঘটে যায় তাঁর জীবনে। এখন তাঁর জীবনটা একাকিত্বে ভরপুর।

অন্য দিকে রয়েছে ত্রিশের কোঠার ঝকঝকে একটা ছেলে সৌনক। ডিজিট্যাল জমানার সঙ্গে এঁটে উঠতে না পারায় একসময় টলিগঞ্জে কালারিস্ট হিসাবে কাজ করা সৌনকের বাবা এখন কাজ হারিয়ে বাড়িতে বসে। পরিবারে ছোটো ভাই রয়েছে – তাই ওঁর মাথায় অনেক দায়িত্ব। এ ভাবেই কী ভাবে এই চার জনের যাত্রাপথ মিলে যাবে সেটাই বলবে এই ছবি। ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ছাড়াও দেখা যাবে গার্গী রায়চৌধুরী, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, রায়তী ভট্টাচার্য সহ আরও অনেকেই। 

১৪ মার্চ অর্থাৎ মঙ্গলবার প্রকাশ্য়ে আসবে ছবির ট্রেলার। ট্রেলার মুক্তির আগে ররিবার নিজের সোশাল পেজ থেকে বিষয়টি শেয়ার করলেন পরিচালক নিজেই।

ইতিমধ্যেই এই ছবির পোস্টারে প্রকাশ্যে এসেছে। সেখানে এই ছবিতে অভিনীত গার্গী ও বিক্রমের লুকও প্রকাশ্যে এসেছে। ছবিটি প্রযোজনা করছেন প্রযোজক ফিরদৌসুল হাসান। এর আগে মেট্রো স্টেশনে ছবির ট্রেলার প্রকাশ করেছেন প্রসেনজিৎ। এই ছবির পোস্টারটি মুক্তি পেয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজে। এই ছবি নিয়ে এখনই খুব বেশি কিছু খোলসা করতে চাইছেন না ছবির পরিচালক অতনু ঘোষ। পয়লা বৈশাখ  অর্থাৎ ১৪ এপ্রিল মুক্তি পাবে এই ছবিটি।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version