এইবার ওটিটিতে ফেলুদা কাহিনী গ্যাংটকে গন্ডগোল। মুক্তি পেল সিরিজের টিজার।
শবর দাশগুপ্ত এবং ব্যোমকেশ বক্সির পর এবার সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি প্রদোষ মিত্র ওরফে ফেলুদাকে কাহিনিচিত্রে নিয়ে আসছেন পরিচালক অরিন্দম শীল। অবশ্য বড়পর্দার জন্য নয়,একটি জনপ্রিয় ওটিটির জন্য ফেলুদার গোয়েন্দা গল্প গ্যাংটকে গণ্ডগোল নিয়ে একটি সিরিজ তৈরি করেছেন পরিচালক। সিরিজের প্রথম সিজনের নাম সাবাশ ফেলুদা।
বাঙালির প্রিয় গোয়েন্দার ভূমিকায় সিরিজে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তোপসে হয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়।সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী,রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্র ছাড়াও আরও অনেকেই।
বাংলা নববর্ষে প্রকাশ্যে এসেছে সাবাশ ফেলুদার টিজার। শীঘ্রই সিরিজের ট্রেলারও প্রকাশ্যে আসবে। সত্যজিৎ রায়ের জন্মদিনে সিরিজের স্ট্রিমিং শুরু হবে বলেই জানা যাচ্ছে।
প্রসঙ্গত,এর আগেও অন্য একটি ওটিটির জন্য নির্মিত হয়েছিল ফেলুদার একাধিক গল্প নিয়ে ওয়েব সিরিজ।যেখানে ফেলুদার চরিত্রে দেখা গিয়েছিল পরমব্রতকে।
বড়পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে একঝাঁক ফেলুদার ভীড়ে আরও একবার পুরনো জুতোয় পা গলাতে তৈরি অরিন্দমের ফেলুদা পরমব্রত চট্টোপাধ্যায়। সাবাশ ফেলুদা কতটা বাঙালি দর্শকের সাবাশি পায় এখন সেটাই দেখার।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন