বলিউডের উঠতি মডেল উর্ফি জাভেদ মানেই চমক, উর্ফি মানেই বিতর্ক। পোশাক নির্বাচনের রুচির দিক দিয়ে উর্ফি জাভেদকে টেক্কা দেওয়া বেশ কঠিন। উর্ফি যতবারই ক্যামেরার সামনে নতুন কিছু পরে আসেন, ততবারই সে পোশাক দেখে সবার চোখে আগুন লেগে যায়।
এইবার কালো রঙের পোশাকে দেখা গেল উর্ফিকে। এরই সঙ্গে নজর কাড়ল উর্ফির দুল। টমেটো দিয়ে দুল বানিয়ে তিনি পরেছেন।
এক সঙ্গে তিনটি ছবি পোস্ট করেছেন। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে সুনীল শেট্টিকে। তাঁর ছবির ক্যাপশনে লেখা, টমেটো খাওয়া কমে গিয়েছে অধিক মূল্যের কারণে। অন্য ছবিতে উরফির কানে ঝুলছে দুটি টমেটো। আর হাতেও রয়েছে একটি টমেটো। যাতে কামড় বসাচ্ছেন নায়িকা।
তৃতীয় ছবিতে লেখা, কৃষকরা কোটিপতি হয়ে যাবে টমেটো বিক্রি করে। এমন তিনটি ছবির সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। যে ছবিতে কালো পোশাকে দেখা যাচ্ছে উরফিকে। পোশাকে নকশা এমনই তাতে একটি বক্ষ উন্মু্ক্ত তাঁর। সেই বক্ষ ঢেকেছেন নিজের হাত দিয়ে। এইবারও টমেটো হাতে নিয়ে অদ্ভুত পোশাকে সামনে এলেন নায়িকা।
পড়ুন: সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি পোস্ট করে কটাক্ষের শিকার স্বস্তিকা, কী বক্তব্য নেটবাসীর?
শেষ বারও অদ্ভুত পোশাক পরেছিলেন। তাঁকে শাড়িতে দেখা গিয়েছিল। নীল রঙের শাড়ির সঙ্গে এক অদ্ভুত ব্লাউজ পরেছিলেন। যা ব্লাউজ পুরোটাই ছিল উন্মুক্ত। শুধু নিপলের সামনে অদ্ভুত দুটো স্টার ছিল। শাড়ির আঁচল ছিল তাঁর হাতে।
যতই তাঁকে নিয়ে বিতর্ক উঠুক, উর্ফি জাভেদ কিন্তু মুখে কুলুপ আঁটবেনই না। এতদিন নয়, আজব ফ্য়াশনেই নজর কাড়ছিলেন। কিন্তু গত কয়েক সপ্তাহ যাবৎ উর্ফি যা বলছেন, যা করছেন, তা নিয়ে শোরগোল লেগেই রয়েছে। এই যেমন সম্প্রতি উরফি তাঁর অনুরাগীদের সঙ্গম নিয়ে নানা টিপস দিয়েছেন। যা শুনে নেটিজেনরা একেবারে হতবাক।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন