Home বিনোদন উস্তাদ জাকির হুসেন গুরুতর অসুস্থ, সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি

উস্তাদ জাকির হুসেন গুরুতর অসুস্থ, সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি

উস্তাদ জাকির হুসেন গুরুতর অসুস্থ
উস্তাদ জাকির হুসেন গুরুতর অসুস্থ

বিশ্ববিখ্যাত তবলাবাদক উস্তাদ জাকির হুসেনের কলকাতায় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। তবে শারীরিক অসুস্থতার কারণে সেই অনুষ্ঠান বাতিল করতে হয়। রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি গুরুতর অসুস্থ।

উস্তাদ জাকির হুসেনের পরিবার একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, “তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা উস্তাদ আল্লা রাখার পুত্র উস্তাদ জাকির হুসেন গুরুতর অসুস্থ। তিনি সান ফ্রান্সিসকোর হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের তরফে তাঁর দ্রুত আরোগ্যের জন্য সকল অনুরাগীদের কাছে প্রার্থনার অনুরোধ করা হচ্ছে।”

১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম উস্তাদ জাকির হুসেনের। মাত্র তিন বছর বয়সে তবলা শেখার যাত্রা শুরু করেছিলেন তিনি। সাত বছর বয়সে প্রথম একক মঞ্চে তবলা পরিবেশন করেন। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানপ্রাপ্ত এই শিল্পী সঙ্গীত জগতে তাঁর অসামান্য অবদানের জন্য বিশ্বজোড়া পরিচিত।

২০২৪ সালে তাঁর নেতৃত্বে ভারত প্রথম গ্র্যামি পুরস্কার জিতে নেয়। ‘বেস্ট গ্লোবাল মিউজ়িক অ্যালবাম’ বিভাগে ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র অ্যালবাম ‘দিস মোমেন্ট’ পুরস্কৃত হয়। বর্তমানে ‘শক্তি’ ব্যান্ডের মূল কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন। তবলায় রয়েছেন জাকির হুসেন, বেহালায় গণেশ রাজাগোপালন, গিটারে জন ম্যাকলকলিন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ।

২০২৩ সালের ৩০ জুন মুক্তি পাওয়া ‘দিস মোমেন্ট’ অ্যালবামে রয়েছে মোট আটটি ট্র্যাক। এই অ্যালবাম ভারতীয় সঙ্গীতের আন্তর্জাতিক খ্যাতি বৃদ্ধি করেছে।

তবলাবাদক উস্তাদ জাকির হুসেনের সুস্থতার জন্য তাঁর পরিবারের পাশাপাশি অসংখ্য অনুরাগী প্রার্থনায় মনোনিবেশ করেছেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য সারা বিশ্বে সঙ্গীতপ্রেমীদের মধ্যে উদ্বেগ ও প্রার্থনার ঢেউ উঠেছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version