Home বিনোদন গোয়েন্দা চরিত্রে বিদ্যা, মুক্তি পেল ‘নিয়ত’ ছবির ট্রেলার 

গোয়েন্দা চরিত্রে বিদ্যা, মুক্তি পেল ‘নিয়ত’ ছবির ট্রেলার 

একটি খুন আর তার সঙ্গে মিশে আছে জটিল রহস্য। মুক্তি পেল 'নিয়ত' ছবির ট্রেলার

একটি খুন আর তার সঙ্গে মিশে আছে জটিল রহস্য। রহস্য় উদ্ধারে আসরে বিদ্যা বালান। মুক্তি পেল তাঁর ‘নিয়ত’ ছবির ট্রেলার।

২২ জুন প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। বিদ্যা বালনের পাশাপাশি রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, দানেশ রাজভির মতো তারকারা।

‘নিয়ত’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন বিদ্যা। ২১ জুন প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। 

এইবার গোয়েন্দা চরিত্রে দেখা যাবে বিদ্যাকে।  ছবি পরিচালনা করছেন অনু মেনন। পরিচালক হিসেবে এটি তাঁর প্রথম কাজ। ৭ জুলাই মুক্তি পাবে ‘নিয়ত’।

তবে বিদ্যা বালানের চেহারা মোটা হওয়ার জন্যে অনেক কটূক্তি শুনতে হয়েছে, এমনকী একই ছবিতে তাঁর সহকর্মীরা মোটা হওয়ার জন্যে তাঁকে নিয়ে কম হাসিঠাট্টাও করেনি। বিদ্যা বালান সম্পূর্ণ অভিনয় দক্ষতার জোরে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেছেন। 

পড়ুন: অরিজিতের সঙ্গে বাংলাদেশের শিল্পী অর্ণব একইফ্রেমে, কী ইঙ্গিত দিলেন?

২০০৫ সালে সঞ্জয় দত্ত-অভিনীত ‘পরিণীতা’র মাধ্যমে বিদ্যা বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘ভুল ভুলাইয়া’, ‘দ্য ডার্টি পিকচার’-এরমতো একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। এছাড়াও ‘মিশন মঙ্গল’, ‘শকুন্তলা দেবী’, ‘কাহানি’-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সৌন্দর্য দিয়ে নয়, তাঁর বর্ণাঢ্য অভিনয় ইউনিক একটি দিক রয়েছে। যা সবসময় দর্শকদের আকৃষ্ট করে। তবে বিদ্যা সবসময় কাজ করতে চেয়েছিলেন, গীতিকার, ফিল্ম নির্মাতা গুলজারের সঙ্গে।

তাঁর কথায়, ‘আমার কোনও বাকেট লিস্ট নেই। ঈশ্বরের আশীর্বাদে আমার চাহিদা সব সময়ই পূরণ হয়েছে। আমার বাবা-মা আমাদের স্বপ্ন দেখার স্বাধীনতা দিয়েছেন। আমার বোন একটি বিজ্ঞাপন সংস্থার ভাইস প্রেসিডেন্ট। আমি চলচ্চিত্রে থাকতে চেয়েছিলাম। কিন্তু আমার কখনই দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল না। আমি কেবল অদূর ভবিষ্যতের কথাই ভাবি। এর কারণেই আমার জীবন সুখের।‘

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version