Home বিনোদন ‘মায়ের শহরে এমন ঘটনা…!’, ‘ভুলভুলাইয়া ৩’-এর প্রচারে কলকাতায় এসে আরজি কর কাণ্ড...

‘মায়ের শহরে এমন ঘটনা…!’, ‘ভুলভুলাইয়া ৩’-এর প্রচারে কলকাতায় এসে আরজি কর কাণ্ড নিয়ে উদ্বেগ বিদ্যা বালানের

শহরে বিদ্যা বালান। ছবি সংগৃহীত

পরনে কালো চুড়িদার-কামিজ়, কানে ঝোলা দুল, দীপাবলির সাজে সোমবার কলকাতায় হাজির বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। শহরে এসেছেন তাঁর নতুন ছবি ‘ভুলভুলাইয়া ৩’-এর প্রচারের জন্য। পাশেই ছিলেন ছবির সহ-অভিনেতা কার্তিক আরিয়ান। কলকাতার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রথমেই বাংলায় বললেন বিদ্যা, “চলুন, শুরু করি।”

কলকাতার সঙ্গে বহুদিনের সম্পর্ক বিদ্যার। ২০০৩ সালে গৌতম হালদারের পরিচালনায় ‘ভাল থেকো’ ছবিতে অভিনয়ের সূত্রে বাংলা সিনেমায় তাঁর প্রথম পদার্পণ। এরপর সুজয় ঘোষের জনপ্রিয় থ্রিলার ‘কহানি’-র শুটিংয়ে দীর্ঘ সময় কাটিয়েছেন এই শহরে। তাই শহরজুড়ে চলতে থাকা সাম্প্রতিক ঘটনাবলী বিদ্যার মনেও প্রভাব ফেলেছে। আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রসঙ্গে বিদ্যা জানান, “কলকাতার এই পরিস্থিতি দেখে খুবই দুঃখ পেয়েছিলাম। আমার কেরিয়ারের শুরু থেকে এই শহরের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে। কলকাতা প্রতিবাদের শহর। মায়ের শহরে এমন ঘটনা কী ভাবে হল!”

বিদ্যার সঙ্গে ছবির প্রচারে উপস্থিত ছিলেন ‘ভুলভুলাইয়া ৩’-এর নায়ক কার্তিক আরিয়ান। এই প্রথমবার দু’জন একসঙ্গে কাজ করছেন। কার্তিক সম্পর্কে বিদ্যা জানান, “কার্তিক খুবই পরিশ্রমী অভিনেতা। শুটিং থেকে শুরু করে ছবির প্রচার সবেতেই ওর যত্নশীলতা প্রশংসনীয়।” এমনকি সামান্য কিছু বাংলা শব্দও শিখেছেন কার্তিক, বিদ্যার অনুপ্রেরণাতেই।

‘ভুলভুলাইয়া ৩’ ছবির এক গানে বিদ্যার সঙ্গে রয়েছেন বলিউডের আরেক কিংবদন্তি মাধুরী দীক্ষিত। দু’জনের যুগলবন্দি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। বিদ্যার কথায়, “মাধুরী ম্যাম-এর সঙ্গে নাচতে হবে বলে শুরু থেকেই ভয় পাচ্ছিলাম। তবে পরে বেশ ভালোই হয়েছিল।”

বিদ্যা বালনের কেরিয়ারের অন্যতম স্মরণীয় চরিত্র হল ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ ছবির ‘মঞ্জুলিকা’। এই প্রেতাত্মার চরিত্র আজও দর্শকদের মনে অমলিন। বাস্তবে অশরীরীদের প্রতি বিদ্যার বিশ্বাস রয়েছে, যদিও মজার ছলে তিনি জানান, “ভূতে বিশ্বাস করি, তবে যতক্ষণ না তাঁদের দেখতে পাচ্ছি, আমি খুশি।”

আগামী ১ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘ভুলভুলাইয়া ৩’।

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version