Home খবর কলকাতা ফোটোগ্রাফি এগ্‌জিবিশন ২০২৪: ক্যামেরাবন্দি অনবদ্য মুহূর্তের এক অপূর্ব উপস্থাপনে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব

ফোটোগ্রাফি এগ্‌জিবিশন ২০২৪: ক্যামেরাবন্দি অনবদ্য মুহূর্তের এক অপূর্ব উপস্থাপনে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব

0

কলকাতা: আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত কলকাতার হো চি মিন সরণিতে আইসিসিআর-এ অনুষ্ঠিত হতে চলেছে ‘ফোটোগ্রাফি এগ্‌জিবিশন ২০২৪’। সৃজনশীল দৃষ্টিভঙ্গি এবং ক্যামেরাবন্দি অসাধারণ মুহূর্তের এক অপূর্ব মেলবন্ধন ঘটাতে চলেছে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনীতে।

ছবি তোলা অনেকের কাছেই নেশা, আবার অনেকের পেশা। কিন্তু কখনো কখনো, চোখের পলকে অনবদ্য কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে যায়, যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। এই প্রদর্শনীতে অসাধারণ কিছু ছবি প্রদর্শিত হবে। প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য, মানবজীবনের বৈচিত্র্য, সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ, এবং আরও অনেক কিছু এই প্রদর্শনীতে ফুটে উঠেছে এর আগের প্রদর্শনীগুলিতেও। আলোকচিত্রপ্রেমীদের জন্য এই প্রদর্শনী অবশ্যই দর্শনীয়।

চারটি বিভাগ:

আয়োজকরা চারটি আকর্ষণীয় বিভাগে ফোটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করেছেন, যেখানে আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ রয়েছে। বিভাগগুলো হল:

১) ওয়াইল্ড লাইফ: বন্যপ্রাণীর মনোমুগ্ধকর ছবির মাধ্যমে প্রকৃতির বিস্ময় ধরে রাখা ছবি।

২) নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ: প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং ভূ-দৃশ্যের মনোমুগ্ধকর ছবি।

৩) মোনোক্রোম: কালো-সাদা ছবির মাধ্যমে আলো-ছায়ার অসাধারণ খেলা।

৪) পিপল অ্যান্ড স্ট্রিট: মানুষের জীবন ও সরণির আবেগ মিশ্রিত মন ছুঁয়ে যাওয়া গল্প বলবে যে ছবি।

আর্থিক পুরস্কার:

নির্বাচিত ছবির জন্য আকর্ষণীয় আর্থিক পুরস্কারের ব্যবস্থা রয়েছে। প্রত্যেক বিভাগের বিজয়ীদের জন্য পুরস্কার— প্রথম: ৪ হাজার টাকা, দ্বিতীয়: ৩ হাজার টাকা, তৃতীয়: ২ হাজার টাকা। এ ছাড়া প্রত্য়েক বিভাগের চতুর্থ থেকে দশম স্থানাধিকারীদের জন্য থাকছে মেডেল। উল্লেখযোগ্য ভাবে, সেরার সেরা ছবির জন্য থাকছে ৭ হাজার টাকা আর্থিক পুরস্কার।

এই অসাধারণ সুযোগ হাতছাড়া করবেন না। আপনার সেরা ছবিগুলো আজই প্রদর্শনীতে পাঠান এবং পুরস্কার জেতার সুযোগ তৈরি করুন। প্রদর্শনীর শর্তাবলি সম্পর্কে জানতে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করুন। এই আকর্ষণীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করে আপনার প্রতিভা তুলে ধরার পাশাপাশি পুরস্কার জয়ের সুযোগ তৈরি করুন।

কী ভাবে যোগাযোগ করবেন:

আগ্রহীরা বিশদ জানতে কথা বলতে পারেন 9038638652, 9432141016, 7003252596 অথবা 8697952246 নম্বরে। ছবি পাঠানো যাবে cjcphotoexibition2024@gmail.com-এ।

আরও পড়ুন: সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সূচনা, চলবে সরস্বতী পুজো পর্যন্ত

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version