Home শরীরস্বাস্থ্য কোন ফল স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, যার অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারেরও ঝুঁকি কমায়

কোন ফল স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, যার অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারেরও ঝুঁকি কমায়

0

লো ক্যালোরি ডায়েট অনুসরণ করলে অবশ্যই খান পানিফল। কারণ পানিফলে ক্যালোরি থাকে খুবই কম। ১০০ গ্রাম পানিফলে থাকে ৯৭ ক্যালোরি। খুবই কম পরিমাণে ফ্যাট বা চর্বি থাকে। পুষ্টিগুণে ভরপুর পানিফলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ম্যাঙ্গানিজের মতো খনিজ পদার্থ। পানিফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে ক্ষতিকারক ফ্রি র‍্যাডিক্যালস কমায়। জার্নাল অফ ফুড সায়েন্সের গবেষণায় দেখা গেছে, পানিফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারের ঝুঁকি কমায়।

পানিফলের গুণ

উচ্চ রক্তচাপ হার্টের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। পানিফলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে বলে রক্তে সোডিয়ামের পরিমাণ কমায়। রক্তচাপ কমায় পানিফল। ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমায় বলে পানিফল হার্টের বন্ধু।

ওজন কমাতে সাহায্য করে পানিফল। লো ক্যালোরি আর প্রচুর পরিমাণে ফাইবার থাকায় পানিফল ওজন কমানোর একেবারে পারফেক্ট ডায়েট। ফাইবার থাকায় পানিফল খেলে খাই খাই ভাব কমায়।

স্ট্রেস বা দুশ্চিন্তা কমায়, মুড ভালো রাখে পানিফল। পানিফলে প্রচুর পরিমাণে ভিটামিন বি৬ থাকে। এই হরমোন দুশ্চিন্তা কমাতে আর মুড ভালো রাখতে সাহায্য করে। রিল্যাক্স থাকলে ঘুম ভালো হয়।

জন্ডিস সারায় পানিফল। জন্ডিস হলে শরীর খুব দুর্বল হয়ে যায়। বডি ফ্লুইড কমে যায়। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় পানিফল পাকস্থলীকে ভালো রাখে।

প্রস্রাবের সংক্রমণ ঠেকাতে পারে পানিফল। ইউরিনারি ব্ল্যাডার থেকে টক্সিন দূর করে। ইউরিনারি ইনফেকশন সারায় পানিফল। শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বা দূষিত পদার্থ দূর করে পানিফল।

হজমের গণ্ডগোল সারায় আর বমি বমি ভাব কমায় পানিফল। পানিফলের রস পেটের গোলমাল দূর করে। এনার্জি বুস্টার হিসাবে কাজ করে পানিফল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version