Home শরীরস্বাস্থ্য গ্রাস করছে অলসতা, কুঁড়ে হচ্ছে ভারতীয়রা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

গ্রাস করছে অলসতা, কুঁড়ে হচ্ছে ভারতীয়রা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

0

ক্রমশ অলসতা গ্রাস করছে। কায়িক পরিশ্রম না করে ক্রমশ কুঁড়ে হচ্ছে ভারতীয়রা। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাম্প্রতিক একটি গবেষণা রিপোর্টে। State of Sports and Physical Activity in India শীর্ষক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র গাইডলাইন অনুযায়ী পর্যাপ্ত খেলাধুলো বা কায়িক পরিশ্রমই করে না ভারতের ১৫৫ মিলিয়ন প্রাপ্তবয়স্ক ও ৪৫ মিলিয়ন কিশোর কিশোরী।
Sports and Society Accelerator ও Dalberg Advisors নামে কনসাল্টিং ফার্ম মিলে ভারতের সমস্ত অঞ্চলে, গ্রাম, শহরে

ধনী, গরিব নির্বিশেষে ৫ হাজারের বেশি মানুষের ওপর গবেষণা চালায়। গবেষণায় দেখা গেছে, মাত্র ১০% ভারতীয় নিয়মিত খেলাধুলো করে। ১৫৫ মিলিয়ন প্রাপ্তবয়স্ক মানুষ ও ৪৫ মিলিয়ন কিশোর কিশোরী শারীরিক কসরত করে না। বেশিরভাগ ভারতীয় শুধু হাঁটাচলা করে। তা শারীরিক কসরতের নিরিখে পর্যাপ্ত নয়। ৬৬% কিশোর কিশোরী খেলাধুলো করলেও ভ্যারাইটি কম। কিশোররা বেশিরভাগ ক্রিকেট খেলে। ৫৯% ভারতীয় পেশি মজবুত করার মতো কোনো শারীরিক কসরত করে না। দুই-তৃতীয়াংশ ভারতীয় কার্যত নড়ে বসে না। অলস জীবনযাত্রা।

ভারতে নীরবে প্রাণ কাড়ছে কোন অসুখ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

মহিলাদের মধ্যে শারীরিক কসরত করার প্রবণতা উল্লেখ যোগ্য ভাবে কম। শহরাঞ্চলের মেয়েরা প্রতি ৩ জনে কোনো রকম খেলাধুলো করে না। গ্রামের মেয়েদের তুলনায় তারা সপ্তাহে ৩৮৫ মিনিটের কম শারীরিক কসরত করে। নানান রকম সামাজিক বাধায় শহরাঞ্চলের মেয়েদের মধ্যে ২০% খোলা জায়গায় খেলাধুলো করে।
গবেষণা রিপোর্টে আরও বলা হয়েছে, শারীরিক অলসতার কারণে ভারতে ৩০ লাখ কোটি টাকা শুধু স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় হয়। এই অর্থে ১১ মিলিয়ন মেয়ে আর্থিক ভাবে স্বনির্ভর হতে পারে। শারীরিক অলসতার কারণে ২০৪৭ সালের মধ্যে ভারতে ৪৫ মিলিয়ন আরও স্থুলকায় কিশোর কিশোরী হতে পারে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version