Home খেলাধুলো সিএবি টুর্নামেন্টে কালীঘাটে খেলার জন্য সই করলেন মনোজ, ঋদ্ধিমান, অনুষ্টুপ

সিএবি টুর্নামেন্টে কালীঘাটে খেলার জন্য সই করলেন মনোজ, ঋদ্ধিমান, অনুষ্টুপ

সাংবাদিক বৈঠকে তিনজন। ছবি: সঞ্জয় হাজরা

নিজেদের পুরনো ক্লাবে ফিরে এলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা এবং বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। চলতি মরশুমে সিএবি টুর্নামেন্টে কালীঘাট ক্লাবে খেলার জন্য তাঁরা স্বাক্ষর করলেন। একই সঙ্গে কালীঘাটে খেলার জন্য সই করেছেন গতবারের বাংলার বর্ষসেরা খেলোয়াড় অনুষ্টুপ মজুমদার। উল্লেখ্য, বাংলার এই তিন সিনিয়র ক্রিকেটার তাঁদের ক্রিকেটজীবন শুরু করেন কাস্টমস ক্লাবে। তারপর তিনজনেই চলে আসেন কালীঘাটে।

কালীঘাটে ফিরে আসা প্রসঙ্গে মনোজ তিওয়ারি বললেন, “আমি আর্থিক কোনো লেনদেন ছাড়াই এই ক্লাবে স্বাক্ষর করলাম, কারণ আমার মনে হয় জুনিয়র ক্রিকেটারদের জন্য সিনিয়র ক্রিকেটার হিসাবে আমার কিছু কর্তব্য পালন করার আছে। এই ক্লাবে আমার সতীর্থদের জন্য যতটা পারব নিজেকে উজাড় করে দেব।”

ছবি; সঞ্জয় হাজরা

ভারতীয় ক্রিকেটে বিখ্যাত উইকেটকিপার ঋদ্ধিমান সাহা বলেন, “অনেকদিন পরে নিজের পুরোনো ক্লাবে ফিরে আসতে পেরে ভালো লাগছে। পুরোনো সাথি আর নতুন প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে খেলতে পারব, এটা ভেবেই খুব খুশি আমি।”

গতবারে বাংলার বর্ষসেরা খেলোয়াড় অনুষ্টুপ মজুমদার বলেন, “আমি অনেকদিনই এই ক্লাবের সঙ্গে যুক্ত। তবে পুরোনো সতীর্থদের আবার পাশে পেয়ে ভালো লাগছে। আশা করি এই মরশুমটা আমাদের ভালো যাবে।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version