যে সব নাবালকরা বেশি মাত্রায় জাঙ্কফুডের বিজ্ঞাপন দেখে কাগজে, বৈদ্যুতিন মাধ্যমে তারা বেশি পরিমাণে অস্বাস্থ্যকর ভাজাভুজি খাবারের প্রতি আসক্ত হয়। বেশি পরিমাণে হাই ক্যালরিযুক্ত খাবার খায়। ব্রিটেনের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
গবেষকরা জানান, হাই ফ্যাট, নোনতা বা মিষ্টি খাবারের বিজ্ঞাপন ৫ মিনিট দেখেই ৭-১৫ বছর বয়সি নাবালকরা দিনে ১৩০ ক্যালরি খাবার অতিরিক্ত খেয়েছে। যা ২টো স্লাইস পাঁউরুটির সমান। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ইউরোপিয়ান কংগ্রেস অন ওবিসিটিতে। শিশুদের মধ্যে স্থুলতার সমস্যা রুখতে দ্রুত গোটা বিশ্বে অস্বাস্থ্যকর ভাজাভুজি খাবারের বিজ্ঞাপন করার দাবি তুলেছেন গবেষকরা।
ব্রিটেনের মার্সিসাইডে বিভিন্ন স্কুলের ২৪০ জন পড়ুয়ার ওপর গবেষণা চালানো হয়। তাঁদের নানান রকম বিজ্ঞাপন দেখানো হয়। গবেষণায় দেখা গেছে, ভাজাভুজি খাবারের বিজ্ঞাপন দেখে শিশুরা বেশি পরিমাণে ক্যালরিসমৃদ্ধ খাবার খায়। যে সব শিশুর বডি মাস ইনডেক্স বেশি অর্থাৎ স্থুলকায় তারা বেশি পরিমাণে এমন অস্বাস্থ্যকর ভাজাভুজি খাবার খেয়েছে।